தமிழில் படிக்க Read in English
This Article is From Mar 24, 2020

২১ দিনের লকডাউন, কোন পরিষেবা চালু, কোনগুলি বন্ধ জেনে নিন

সরকারি রেশন দোকান, খাদ্যসামগ্রি, মুদি সামগ্রি, ফল, সব্জি, দুধ, এবং দুগ্ধজাত পণ্য, মাংস, মাছ এবং পশুখাদ্য চালু থাকবে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Coronavirus lockdown rules: খোলা থাকবে খাবারের দোকান.

নয়াদিল্লি:

করোনা ভাইরাসের  (Coronavirus) ছড়িয়ে পড়া রুখতে মঙ্গলবার মধ্যরাত থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ।

কোন কোন পরিষেবা চালু থাকবে, কোনগুলি বন্ধ দেখে নিন এক নজরে:  

যে সমস্ত দোকান বা পরিষেবা বন্ধ থাকবে:

সমস্ত পরিবহন, বিমান, রেল, সড়ক পরিবহন

ব্যতিক্রম ছাড়া সমস্ত সরকারি দফতর

Advertisement

বাণিজ্যিক ও বেসরকারি প্রতিষ্ঠান

শিল্প প্রতিষ্ঠান

Advertisement

আতিথেয়তা সম্পর্কিত প্রতিষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠান

Advertisement

সমস্ত ধর্মীয়, প্রার্থনা সম্পর্কিত প্রতিষ্ঠান

সমস্ত সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষা, সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান

Advertisement

ব্যতিক্রমের তালিকায় যেগুলি:

ব্যাঙ্ক, বিমা, এটিএম

Advertisement

জল সরবরাহ, বিদ্যুৎ, স্যানিটেশন

হাসপাতাল, সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান, ওষুধ উৎপাদন ও সরবরাহ, সরকারি ও বেসরকারি দুইক্ষেত্রেই, ওষুধের দোকান, পরীক্ষাগার, ক্লিনিক, অ্যাম্বুল্যান্স, নার্সিং হোম

সমস্ত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্তদের পরিবহণ সুবিধা, নার্স,প্যারামেডিক্যাল কর্মী, হাসপাতালের কর্মীদেরও এই সুবিধা

সরকারি রেশন দোকান, খাদ্যসামগ্রি, মুদি সামগ্রি, ফল, সব্জি, দুধ, এবং দুগ্ধজাত পণ্য, মাংস, মাছ এবং পশুখাদ্য

চিকিৎসা সরঞ্জাম, খাবারের হোম ডেলিভারি, ওষুধ

খবরের কাগজ ও চ্যানেল, টেলিযোগাযোগ ব্যবস্থা, ইন্টারনেট, সম্প্রচার ও কেবল পরিষেবা, তথ্য প্রযুক্তি নির্ভর পরিষেবা

পেট্রোল পাম্প, এলপিজি, পেট্রোলিয়াম ও গ্যাসের খুচরো বিক্রি,

বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ইউনিট

পুঁজি ও ঋণ পরিষেবা, সেবির নির্দেশ অনুযায়ী

হিমঘর

বেসরকারি নিরাপত্তা পরিষেবা

অত্যাবশকীয় পণ্য উৎপাদন

রাজ্য সরকারের অনুমতি দিয়ে উৎপাদন শিল্প

অত্যাবশকীয় পণ্য পরিবহন, দমকল, আইনশৃঙ্খলা ও জরুরি পরিষেবা

হস্টেল, লজ, মোটেল, লকডাউনের জন্য যাঁরা আটকে রয়েছেন, চিকিৎস পরিষেবার সঙ্গে যুক্ত কর্মী, বিমান ও জাহাজের ক্রু, কোয়ারান্টাইনের প্রতিষ্ঠান

 শেষকৃত্যে  যোগ দিতে পারবে না ২০ জনের বেশি

প্রতিরক্ষা, কেন্দ্রীয় সশ্বস্ত্র বাহিনী, ট্রেজারি

বিপর্যয় মোকাবিলা., পোস্ট অফিস, হোমগার্ডস

শাস্তি:

১৫ ফেব্রুয়ারির পর যাঁরা ভারতে এসেছেন, এবং কোয়ারান্টাইনে থাকাদের বাড়িতেই থাকতে হবে, অমান্য করলে ৬ মাস পর্যন্ত জেল

কর্তব্যপালনে বাধা দিলে এক থেকে দুবছরের জেল অথবা জরিমানা

ভুয়ো দাবি: দুবছর পর্যন্ত জেল এবং জরিমানা

ভুয়ো সতর্কবার্তা: এক বছর পর্যন্ত জেল অথবা সঙ্গে জরিমানাও

Advertisement