Read in English
This Article is From Mar 13, 2020

করোনা রুখতে লড়াইয়ে অংশ নেওয়ার প্রস্তাব ইনফোসিসের চেয়ারপার্সন সুধা মূর্তির

Coronavirus: সুধা মূর্তি পরামর্শ দিয়েছেন, মল, থিয়েটার সহ সমস্ত ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

কর্নাটক সরকারকে লেখা চিঠিতে তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে রুখতে দ্রুত পদক্ষেপ করা উচিত।

Highlights

  • ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন সুধা মূর্তি প্রস্তাব দিলেন করোনা রুখতে
  • স্কুল-ক‌লেজ বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন তিনি
  • পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত স্থানগুলিও বন্ধ রাখার পরামর্শ দেন তিনি
বেঙ্গালুরু:

শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে বেড়ে যায় করোনা ভাইরাসের (Coronavirus) প্রকোপ। তাই বন্ধ রাখা হোক মল ও থিয়েটারগুলি। কর্নাটক (Karnataka) সরকারকে এমনই প্রস্তাব দিলেন ইনফোসিস ফাউন্ডেশনের চেয়ারপার্সন সুধা মূর্তি (Sudha Murty)। সরকারকে লেখা চিঠিতে তিনি বলেন, পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে রুখতে পদক্ষেপ করা উচিত। সুধা মূর্তি রাজ্য সরকারের অধীনস্থ ‘কর্নাটক ট্যুরিজম টাস্ক ফোর্স'-এর নেতৃত্বে রয়েছেন। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে ‘নারায়ণা হেলথ'-এর এগজিকিউটিভ ডিরেক্টর দেবীপ্রসাদ শেট্টির সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন সুধা মূর্তি।

বেঙ্গালুরুর গুগল কর্মীর শরীরে করোনা সংক্রমণ, অন্যদের বাড়ি থেকে কাজের নির্দেশ

সুধা মূর্তি পরামর্শ দিয়েছেন, সমস্ত স্কুল-কলেজ এখনই বন্ধ রাখার জন্য। পাশাপাশি মল, থিয়েটার সহ সমস্ত ধরনের শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার পরামর্শ দিচ্ছেন তিনি।

Advertisement

তিনি বলেন, ‘‘এটা এখনও বিজ্ঞানসম্মত ভাবে প্রমাণ হয়নি, এই ভাইরাস উচ্চ তাপমাত্রায় মারা যায়।'' তিনি বলেন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় ১২ মাস গ্রীষ্ম হওয়া সত্ত্বেও সেখানে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে।

দেশে করোনা-আক্রান্ত ৭৫ জন, ১৭ জন বিদেশি: স্বাস্থ্য মন্ত্রক

Advertisement

পাশাপাশি সুধা আরও বলেন, ‘‘আমি অনুরোধ জানাচ্ছি, অন্তত একটি সরকারি হাসপাতাল যেখানে ৫০০-৭০০ খালি বেড রয়েছে, তা খালি করে দেওয়া হোক করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য। এর জন্য অক্সিজেন লাইনও পাইপ প্রয়োজন।''

তিনি আরও জানান, ‘‘আমি সরকারের সঙ্গে সক্রিয় ভাবে কাজ করতে চাই। যার দ্বারা আমরা দ্রুত এই একে আটকাতে পারব।''

Advertisement

কর্নাটকে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। তার মধ্যে রয়েছেন ৭৬ বছরের এক বৃদ্ধও। কালবুর্গির ওই বাসিন্দা মঙ্গলবার রাতে মারা গিয়েছেন।

Advertisement