This Article is From Mar 22, 2020

জনতা কার্ফু লাইভ আপডেট: "যা পদক্ষেপ করেছি পরবর্তী সময়ে কাজে আসবে": প্রধানমন্ত্রী

Coronavirus Updates: দেশজুড়ে বেশ কয়েকটি রাজ্য মহামারীর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে জনগণের যাতায়াত এবং সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

জনতা কার্ফু লাইভ আপডেট:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার দেশজুড়ে সামাজিক দূরত্ব বাড়ানোর আহ্বান দিয়েছেন।

নয়াদিল্লি:

আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ! সংক্রামক করোনভাইরাস (coronavirus) রোধে সচেতনতা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) রবিবার দেশজুড়ে সামাজিক দূরত্ব বাড়ানোর আহ্বান দিয়েছেন। আজ, রবিবার সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ‘জনতা কার্ফু' (Janata curfew) পালন করার ডাক দিয়েছেন মোদি। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে টেলিভিশনে এক ভাষণে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, “এই জনতা কার্ফুর আওতায় কারও বাড়ি থেকে বেরোন বা আশপাশে জড়ো হওয়া উচিত নয়। কেবলমাত্র প্রয়োজনীয় পরিষেবাগুলির সঙ্গে জড়িতদেরই বাইরে যাওয়া উচিত।”

আজ সকালে কার্ফু শুরুর কয়েক মিনিট আগে, মোদি টুইট করেন: “এখন থেকে কয়েক মিনিটের মধ্যে, #JantaCurfew শুরু হচ্ছে। আসুন আমরা সকলেই এই কার্ফুর একটি অংশ হয়ে উঠি, যা COVID-19 এর বিরুদ্ধে লড়াইয়ে প্রচণ্ড শক্তি যোগাবে। আমরা এখন যে পদক্ষেপ করেছি তা পরবর্তী সময়ে সহায়তা করবে। বাড়ির ভিতরে থাকুন এবং সুস্থ থাকুন #IndiaFightsCorona”

গত দুই দিনে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আচমকাই বৃদ্ধি পেয়েছে। দু'দিনে ভারতে একশো'রও বেশি নতুন আক্রান্তের ঘটনা সামনে এসেছে। বৃহস্পতিবার সংখ্যাটা ছিল ১৭০ যা শনিবার বেড়ে দাঁড়ায় ৩১৫-তে। এই মহামারীতে বিশ্বজুড়ে ২ লক্ষেরও বেশি মানুষ সংক্রামিত।

দেশজুড়ে বেশ কয়েকটি রাজ্য মহামারীর বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে জনগণের যাতায়াত এবং সমাবেশে নিষেধাজ্ঞা জারি করেছে।

দেশজুড়ে চলা Janata Curfew-এর লাইভ আপডেট:

Mar 22, 2020 10:39 (IST)
Mar 22, 2020 10:37 (IST)
সওয়ারি নেই, দিন চলবে কীভাবে? আতঙ্ক ও দুশ্চিন্তায় রিকশাচালকরা


Mar 22, 2020 10:12 (IST)
আজ রাত ১০ টা পর্যন্ত কোনও যাত্রীবাহী ট্রেন চলাচল করবে না। শুক্রবার ভারতীয় রেল জানিয়েছে, "ট্রেন ভ্রমণের চাহিদা ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে, এই বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী ট্রেনগুলি বাতিল করা হয়েছে। মুম্বই, চেন্নাই, কলকাতা, দিল্লি এবং সেকেন্দ্রাবাদে শহরতলির পরিষেবাগুলিও কমিয়ে আনা হয়েছে।
Mar 22, 2020 10:00 (IST)
সড়ক পরিবহনও ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ওলা এবং উবারও বন্ধ রয়েছে।
Mar 22, 2020 09:59 (IST)
গোএয়ার রবিবারের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে এবং ইন্ডিগো জানিয়েছে যে তাদের ৪০ শতাংশ অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ রইবে।
Mar 22, 2020 09:55 (IST)
"আজ একটু বিশ্রাম নিচ্ছি" টুইট দিল্লি মেট্রোর। সম্ভবত গত ১৮ বছরে প্রথম বন্ধ দিল্লি মেট্রো!



Mar 22, 2020 09:51 (IST)
কলকাতাতেও চারজনের শরীরে নিশ্চিতভাবে মিলেছে করোনা ভাইরাস সংক্রমণের প্রমাণ। শহরও তাই এখন ভুগছে করোনা আতঙ্কে। আর তার জেরেই এবার তিলোত্তমার বহু স্মৃতি বুকে ধরা কফি হাউস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। কলেজ স্ট্রিটের উপর দাঁড়িয়ে থাকা কফি হাউসটি ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে।
Mar 22, 2020 09:50 (IST)
শনিবার ভারতীয় রেল একটি টুইট করেছে। সেই টুইটে উল্লেখ, "মার্চের ১৩ থেকে ১৬-এর মধ্যে ১২ জন করোনা সংক্রমিত রেলযাত্রা করেছে। তাই সংক্রমণ এড়াতে অবিলম্বে রেল যাত্রা বাতিল করুন।"
Mar 22, 2020 09:40 (IST)
জনতা কার্ফু আপডেট: কার্ফু চলাকালীন বাইরে বেরনো লোকজনকে লাল গোলাপ দিল দিল্লি পুলিশ

Mar 22, 2020 09:39 (IST)
"আজ 'ওয়ার্ক ফ্রম হোম' করছি": জনতা কার্ফু প্রসঙ্গে বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং
Mar 22, 2020 09:37 (IST)
মুম্বই! যে শহর কখনও ঘুমায় না সেই শহরও রবিবার জনশূন্য পথের সাক্ষী রইল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবিত 'জনতা কার্ফু''র সমর্থনে বাড়িতেই বন্দি মানুষ।
Mar 22, 2020 09:26 (IST)
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের বিভিন্ন জায়গায় ৭০ টিরও বেশি নতুন আক্রান্তের ঘটনা প্রকাশ্যে আসার পরে শনিবার ভারতের নোবেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩১৫।
Mar 22, 2020 09:24 (IST)
করোনাভাইরাস আপডেট: ২৫ মার্চ অবধি সম্পূর্ণ লকডাউন গুজরাটের চারটি শহর

প্রধানমন্ত্রী মোদির নিজের রাজ্য গুজরাটের চারটি শহর ২৫ শে মার্চ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেছে
Mar 22, 2020 09:23 (IST)
Mar 22, 2020 09:23 (IST)
Mar 22, 2020 09:22 (IST)
 
Mar 22, 2020 09:20 (IST)
হোম কোয়ারান্টাইনে থাকা ব্যক্তিদের চিকিৎসকের পরামর্শ অনুসরণের জন্য অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী 

"এই সময় আমাদের সকলকে চিকিৎসক এবং কর্তৃপক্ষের দেওয়া পরামর্শ মেনে চলা উচিত। যাদেরকে ঘরেই বন্দি থাকতে বলা হয়েছে তাদের সবাইকে আমি নির্দেশাবলীর অনুসরণ করার অনুরোধ করছি। এটি নিজের পাশাপাশি আপনার বন্ধু এবং পরিবারকেও সুরক্ষা দেবে," প্রধানমন্ত্রী টুইটারে লিখেছেন।
.