This Article is From Feb 06, 2020

CoronaVirus : পাত্র বিয়ে করতে এসেছিলেন চিন থেকে,তারপর যা হল!

গোটা বিশ্বজুড়েই করোনাভাইরাসের(CoronaVirus) নানান ধরনের সমস্যার খবর সামনে এসেছে। তবে এরই মধ্যে কেরল থেকে একটি অদ্ভুত খবর পাওয়া যাচ্ছে।

দু সপ্তাহ আগে চিন(China) থেকে এসেছিলেন একজন যুবক

হাইলাইটস

  • গোটা বিশ্বজুড়েই করোনাভাইরাসের নানান ধরনের সমস্যার খবর সামনে এসেছে
  • দু সপ্তাহ আগে চিন থেকে এসেছিলেন একজন যুবক
  • সাস্থ্য আধিকারিকদের অনুরোধে তাকে নিজের বিয়ে স্থগিত করতে হয়েছে

গোটা বিশ্বজুড়েই করোনাভাইরাসের(CoronaVirus) নানান ধরনের সমস্যার খবর সামনে এসেছে। তবে এরই মধ্যে কেরল থেকে একটি অদ্ভুত খবর পাওয়া যাচ্ছে। দু সপ্তাহ আগে চিন(China) থেকে এসেছিলেন একজন যুবক। সাস্থ্য আধিকারিকদের অনুরোধে তাকে নিজের বিয়ে স্থগিত করতে হয়েছে। এই যুবককে নিজের ঘরেই থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। কন্দানগোডে গ্রাম পঞ্চায়েতে মঙ্গলবার তার বিয়ে হওয়ার কথা ছিল।

মেদিনীপুরের বর-চিনের কনে! করোনাভাইরাসের কারণে মেয়ের বিয়েতে অনুপস্থিত কনেপক্ষ

পঞ্চায়েতের একটি সূত্রর তরফ থেকে জানানো হয়েছে, তারা একদিন আগেই বিয়ের খবর পায়। সূত্র অনুসারে, "আমরা তেসরা ফেব্রুয়ারি জানতে পারি বিয়ের কথা, স্বাস্থ্য নিরীক্ষক তৎক্ষণাৎ জেলা চিকিৎসক আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে, তারপরেই নির্দেশককে আমরা একটি চিঠি পাঠাই।"

Coronavirus আক্রান্ত উহান থেকে ঘরে ফেরা ভারতীয়দের জায়গা আমুলের বিজ্ঞাপনে

তিনি জানিয়েছেন, আধিকারিকদের হস্তক্ষেপে পরিবারটি বিয়ে স্থগিত করে। ওই যুবক চিনের(China), উহান থেকে ১৫ হাজার কিলোমিটার দূরে ইউবিতে অ্যাকাউন্ট্যান্ট এর চাকরি করেন। তিনি ১৯ শে জানুয়ারি কোচি  বিমানবন্দরে পৌঁছন। চিনের হুবেই প্রদেশের রাজধানী উহানে করোনাভাইরাসে(CoronaVirus) সবথেকে বেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

ধর্ষণের চেষ্টা করতেই,মহিলা বললেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত,তারপর..

সূত্র অনুসারে জানানো হয়েছে, স্বাস্থ্য আধিকারিকেরা তাকে বলে, সরকারের দ্বারা জারি করা স্বাস্থ্য নির্দেশ অনুসারে তিনি বিয়ে করতে পারবেন না। কারণ চিন থেকে আসা মানুষদের স্বাস্থ্য আধিকারিকদের বিষয়টি জানাতে হবে। এবং ২৮ দিন পর্যন্ত ঘরেই থাকতে হবে।

সে রাজ্যে এখনও পর্যন্ত কমপক্ষে ২৩২১ জনকে ঘরে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ১০০ জনকে বিভিন্ন হাসপাতাল তৈরি করে রাখা হয়েছে। চিনে এই মারণ ভাইরাসের(CoronaVirus) কবলে এখনও পর্যন্ত ৪৯০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। ২৪ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত।

Click for more trending news


.