This Article is From May 17, 2020

করোনা মোকাবিলায় ‘সংস্পর্শ-শূন্য’ বন্দোবস্ত কলকাতা বিমানবন্দরে

গত ২৫ মে থেকে দেশে চলছে লকডাউন। সেই সময় থেকেই বন্ধ রয়েছে সমস্ত ধরনের বিমান চলাচল। কেবল মাত্র কার্গো বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।

করোনা মোকাবিলায় ‘সংস্পর্শ-শূন্য’ বন্দোবস্ত কলকাতা বিমানবন্দরে

বিমানবন্দরকে জীবাণুশূন্য রাখতে নিয়মিত সময়ের ব্যবধানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে বলে জানা গিয়েছে।

কলকাতা:

সংস্পর্শবিহীন ভ্রমণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সব রকম বন্দোবস্ত হয়ে গিয়েছে। কোভিড-১৯-এর (COVID-19) হাত থেকে যাত্রীদের নিরাপদে রাখার ব্যাপারে প্রস্তুত কলকাতা বিমানবন্দর (Kolkata Airport)। শনিবার বিমানবন্দরের এক শীর্ষস্থানীয় আধিকারিক এমনই দাবি করলেন। বিমানবন্দরে প্রবেশ করার পর থেকে বিমানে ওঠা পর্যন্ত সময়কালে সম্পূর্ণ সংস্পর্শবিহীন ও ন্যূনতম অংশে স্পর্শের মাধ্যমে যাত্রীদের বিমানে ওঠানোর ব্যবস্থা করা হয়েছে নয়া পদ্ধতিতে। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য বলেন, ‘‘আমরা সব বন্দোবস্ত করেছি পুরো বিষয়টিকে সংস্পর্শ-রহিত রাখতে। এবিষয়ে আমরা কেন্দ্রের নির্দেশ মেনে চলব।''

বোর্ডিং পাস সংগ্রহ করার সময় থেকেই সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি কড়া ভাবে মেনে চলা হবে এবং কাউন্টারে কোনও ব্যক্তিকেই স্পর্শ করার প্রয়োজন পড়বে না (জিরো কনট্যাক্ট) বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে। 
থার্মাল গান‌ের সাহায্যে তাপমাত্রা পরীক্ষা থেকে শুরু করে বাধ্যতামূলক সুরক্ষাজনিত চেকিং— সব ক্ষেত্রেই বিমানবন্দরের কর্মীদের সঙ্গে যাত্রীদের মধ্যে প্রয়োজনীয় দূরত্ব বজায় রাখা হবে।

কোনও রকম সংযোগ বা সংস্পর্শ ছাড়াই টিকিট ও পরিচয়পত্র চেক করা হবে বলেও জানা গিয়েছে। একটি মেশিনের সাহায্যে যাত্রীদের স্ক্যান করা হবে। সেই সময়ে যাত্রীদের মাস্ক খুলতে হবে ‌বলে জানা গিয়েছে।
বিমানবন্দর সূত্রে আরও জানা গিয়েছে, বিমানে ওঠার আগে বাধ্যতামূলক হাত ধোয়া ও টার্মিনালে বসার ব্যবস্থাতে দূরত্ব বজায় রাখার বিষয়টিও খেয়াল রাখা হবে।

বিমানবন্দরকে জীবাণুশূন্য রাখতে নিয়মিত সময়ের ব্যবধানে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে বলে জানা গিয়েছে।

গত ২৫ মে থেকে দেশে চলছে লকডাউন। সেই সময় থেকেই বন্ধ রয়েছে সমস্ত ধরনের বিমান চলাচল। কেবল মাত্র কার্গো বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.