Coronavirus Outbreak: এখনও পর্যন্ত ভারতে ৭৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে
হাইলাইটস
- বিশ্বে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ
- ভারতে এখনও পর্যন্ত ৭৩ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের খবর মিলেছে
- চিনে ৩ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে
দেশ তথা গোটা দুনিয়ায় আপাতত আতঙ্কের (Coronavirus In India) একটাই নাম, করোনা ভাইরাস। এই মারণ ভাইরাসের (Coronavirus) ভয় এতটাই ছড়িয়ে পড়েছে যে বাজার থেকে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কগুলি হু-হু করে বিকিয়ে যাচ্ছে। কোনও কোনও জায়গায় এখন পাওয়াও যাচ্ছে না সেগুলি। সকলের মনেই এখন প্রশ্ন আর কত? আর কতজন মানুষ এই ভয়ঙ্কর ভাইরাসের শিকার হবেন? ৮ থেকে ৮০, সবাই চাইছেন করোনা ভাইরাসের সম্পর্কে যতটুকু সম্ভব জেনে নিতে। আপনিও জেনে নিতে পারেন ভারতের পাশাপাশি বিশ্বের আর কোন কোন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ (Coronavirus Tracker) মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে। ভারতে এখনও পর্যন্ত ৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে, অন্যদিকে চিন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে হাজার হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করে জানানো হয়েছে। চিনের সরকারি পরিসংখ্যান অনুসারে, ৩,১৬৯ জন মানুষ ইতিমধ্যেই করোনা ভাইরাসের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। পাশাপাশি ইতালিতেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা হু-হু করে বাড়ছে। জানা গেছে, ওই দেশে এখনও পর্যন্ত মোট ৮২৭ জনের করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারাতে হয়েছে।
চ্যানেল নিউজ এশিয়া সাম্প্রতিক তথ্যের উপর ভিত্তি করে করোনা ভাইরাস আক্রান্তদের তালিকাটি তৈরি করা হয়েছে যা ওই মারণ ভাইরাসে কোথায় ঠিক কতজন রোগী আক্রান্ত সেই বিষয়ে আপনাকে একটা সুস্পষ্ট ধারণা দেবে।
দেশ | করোনা আক্রান্তের সংখ্যা ** | মৃত্যু |
---|
চিন | ৮০,৭৯৩ | ৩,১৬৯ |
ইতালি | ১২,৪৬২ | ৮২৭ |
ইরান | ৯,০০০ | ৩৫৪ |
দক্ষিণ কোরিয়া | ৭,৮৬৯ | ৬০ |
ফ্রান্স | ২,২৮১ | ৪৮ |
স্পেন | ২,২৭৭ | ৫৪ |
জার্মানি | ১,৯০৮ | ৩ |
মার্কিন যুক্তরাষ্ট্র | ১,৩০০ | ৩৮ |
ক্রুজ শিপ (ডায়মন্ড প্রিন্সেস) | ৬৯৬ | ৭ |
সুইজারল্যান্ড | ৬৫২ | ৪ |
জাপান | ৫৬৮ | ১২ |
ডেনমার্ক | ৫১৪ | ০ |
নেদারল্যান্ড | ৫০৩ | ৫ |
সুইডেন | ৫০০ | ১ |
নরওয়ে | ৪৮৯ | ০ |
ব্রিটেন | ৪৬০ | ৮ |
বেলজিয়াম | ৩১৪ | ৩ |
কাতার | ২৬২ | ০ |
অষ্ট্রিয়া | ২৪৬ | ০ |
বাহরিন | ১৮৯ | ০ |
সিঙ্গাপুর | ১৭৮ | ০ |
মালয়েশিয়া | ১৪৯ | ০ |
হংকং | ১২৯ | ৩ |
অস্ট্রেলিয়া | ১২৮ | ৩ |
গ্রীস | ৯৯ | ০ |
ইজরায়েল | ৯৭ | ০ |
কানাডা | ৯৩ | ১ |
চেক প্রজাতন্ত্র | ৯১ | ০ |
আইসল্যান্ড | ৮৫ | ০ |
সংযুক্ত আরব আমিরশাহী | ৭৪ | ০ |
ভারত | ৭৩ | ১ |
কুয়েত | ৭২ | ০ |
ইরাক | ৭১ | ৭ |
সান মেরিনো | ৬২ | ২ |
লেবানন | ৬১ | ২ |
মিশর | ৫৯ | ১ |
থাইল্যান্ড | ৫৯ | ১ |
ফিনল্যান্ড | ৫৯ | ০ |
পর্তুগাল | ৫৯ | ০ |
স্লোভানিয়া | ৫৭ | ০ |
ব্রাজিল | ৫২ | ০ |
ফিলিপিন্স | ৪৯ | ২ |
তাইওয়ান | ৪৮ | ১ |
রোমানিয়া | ৪৭ | ০ |
সৌদি আরব | ৪৫ | ০ |
আয়ারল্যান্ড | ৪৩ | ১ |
ভিয়েতনাম | ৩৮ | ০ |
ইন্দোনেশিয়া | ৩৪ | ১ |
পোল্যান্ড | ৩১ | ০ |
প্যালেস্তাইন | ৩০ | ০ |
জর্জিয়া | ২৪ | ০ |
চিলি | ২৩ | ০ |
ক্রুজ শিপ (গ্র্যান্ড প্রিন্সেস) | ২১ | ০ |
আলজিরিয়া | ২০ | ০ |
রাশিয়া | ২০ | ০ |
আর্জেন্টিন | ১৯ | ১ |
ক্রোয়েশিয়া | ১৯ | ০ |
পাকিস্তান | ১৯ | ০ |
ওমান | ১৮ | ০ |
ইকুয়েডর | ১৭ | ০ |
এস্তোনিয়া | ১৬ | ০ |
কোস্টারিকা | ১৩ | ০ |
হাঙ্গেরি | ১৩ | ০ |
দক্ষিণ আফ্রিকা | ১৩ | ০ |
আলবেনিয়া | ১২ | ১ |
সার্বিয়া | ১২ | ০ |
আজারবাইজান | ১১ | ০ |
ব্রুনেই | ১১ | ০ |
পেরু | ১১ | ০ |
লাটভিয়া | ১০ | ০ |
ম্যাকাও | ১০ | ০ |
স্লোভাকিয়া | ১০ | ০ |
বেলারুশ | ৯ | ০ |
কলম্বিয়া | ৯ | ০ |
পানামা | ৮ | ১ |
মালদ্বীপ | ৮ | ০ |
মেক্সিকো | ৮ | ০ |
বলগেরিয়া | ৭ | ১ |
আফগানিস্তান | ৭ | ০ |
লাক্সেমবার্গ | ৭ | ০ |
উত্তর ম্যাসেডোনিয়া | ৭ | ০ |
তিউনিসিয়া | ৭ | ০ |
সাইপ্রাস | ৬ | ০ |
মাল্টা | ৬ | ০ |
মরোক্কো | ৫ | ১ |
বসনিয়া ও হার্জেগোভিনা | ৫ | ০ |
ডোমিনিকান রিপাব্লিক | ৫ | ০ |
ফ্রেঞ্চ গুয়ানা | ৫ | ০ |
নিউজিল্যান্ড | ৫ | ০ |
সেনেগাল | ৪ | ০ |
বাংলাদেশ | ৩ | ০ |
কম্বোডিয়া | ৩ | ০ |
কিউবা | ৩ | ০ |
লিথুয়ানিয়া | ৩ | ০ |
মার্টিনিক | ৩ | ০ |
বলিভিয়া | ২ | ০ |
বুর্কিনা ফাসো | ২ | ০ |
ক্যামেরুন | ২ | ০ |
ফ্যারো দ্বীপপুঞ্জ | ২ | ০ |
হুণ্ডুরাস | ২ | ০ |
নাইজেরিয়া | ২ | ০ |
সেন্ট মার্টিন | ২ | ০ |
এন্ডোরা | ১ | ০ |
আমেনিয়া | ১ | ০ |
ভুটান | ১ | ০ |
চ্যানেল দ্বীপপুঞ্জ | ১ | ০ |
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র | ১ | ০ |
জিব্রাল্টার | ১ | ০ |
গুয়ানা | ১ | ০ |
আইভরি কোস্ট | ১ | ০ |
জামাইকা | ১ | ০ |
জর্ডন | ১ | ০ |
লিচেনস্টেইন | ১ | ০ |
মোলদোভা | ১ | ০ |
মোনাকো | ১ | ০ |
মঙ্গোলিয়া | ১ | ০ |
নেপাল | ১ | ০ |
পেরাগুয়ে | ১ | ০ |
সেন্ট বার্থলেমি | ১ | ০ |
শ্রীলঙ্কা | ১ | ০ |
টোগো | ১ | ০ |
তুরস্ক | ১ | ০ |
ইউক্রেন | ১ | ০ |
ভ্যাটিকান সিটি | ১ | ০ |
** এই তালিকাটি ১২ মার্চ ২০২০তে রাত ৯টার সময় (IST) চ্যানেলনিউজিএশিয়া গ্রাফিকের উপর ভিত্তি করে আপডেট করা হয়েছে ... তালিকায় লাইভ আপডেটগুলি পড়তে https://infographics.channelnewsasia.com/covid-19/map.html ক্লিক করুন... |
দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৭৩ জন। করোনা ভাইরাস দেশের ১২ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ছড়িয়েছে, আক্রান্তদের মধ্যে মোট ৫৬ ভারতীয় এবং ১৭ বিদেশি আছেন। দেখে নিন কোন কোন রাজ্যে কতজন এই ভাইরাসে আক্রান্ত:
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল | করোনা ভাইরাসের নিশ্চিত সংখ্যা (ভারতীয়) | করোনা ভাইরাসের নিশ্চিত সংখ্যা (বিদেশি) * |
---|
দিল্লি | ৬ | ০ |
হরিয়ানা | ০ | ১৪ |
কেরল | ১৭ | ০ |
রাজস্থান | ১ | ২ |
তেলেঙ্গানা | ১ | ০ |
উত্তরপ্রদেশ | ১০ | ১ |
লাদাখ | ৩ | ০ |
তামিলনাড়ু | ১ | ০ |
জম্মু ও কাশ্মীর | ১ | ০ |
পঞ্জাব | ১ | ০ |
কর্নাটক | ৪ | ১ |
মহারাষ্ট্র | ১১ | ০ |
ভারতে মোট রোগী | ৫৬ | ১৭ |
* এই তালিকাটি কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ১২মার্চ, ২০২০ তারিখের ভিত্তিতে তৈরি ... আরও জানতে ক্লিক করুন https://www.mohfw.gov.in/ -এ |