লকডাউন বাড়লে রাজ্য মেনে চলবে: মুখ্যমন্ত্রী
হাইলাইটস
- কেন্দ্র লকডাউনের মেয়াদ বাড়ালে রাজ্য তা মেনে চলবে
- শনিবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী
- আগামী ১০ জুন পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব স্কুল, জানিয়েছেন তিনি
কলকাতা: লকডাউনের (Lockdown Extension) মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত মেনে চলবে রাজ্য। শনিবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM)। এদিন সকালে প্রায় ৪ ঘণ্টা ধরে ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে ইঙ্গিত দেওয়া হয়েছে, ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। এদিনের বৈঠকে সব মুখ্যমন্ত্রী লকডাউন বাড়াতে প্রধানমন্ত্রীকে আর্জি জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছেন, "মানবিক ও বাস্তব মেনে বাড়ানো হোক এই লকডাউন।প্রধানমন্ত্রীজি লকডাউন ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াতে চান। সেই সিদ্ধান্ত কার্যকর হলে, আমরা তা মেনে চলব।" এদিন তিনি জানিয়েছেন, রাজ্যে মোট সংক্রমিত ৯৫। আইসিএমআর-এর গাইডলাইন মেনে চলছে নমুনা পরীক্ষা। আমরা ৭টি জেলায় একাধিক আঁতুড়ঘর চিহ্নিত করেছি। যে তালিকায় কলকাতা পুরনিগমের আওতাভুক্ত এলাকা আছে। সেই জায়গার বিশদ বিবরণ প্রকাশ্যে আনা না হলেও, লকডাউন চলবে মানবিক পথেই।
তিনি সতর্ক করে বলেছেন, "গুজব ছড়াবেন না। একজন সংক্রমিত হলে, তাঁর পরিবার অচ্ছুৎ হয়ে যায় না।"
শনিবার পর্যন্ত রাজ্যে সংক্রমিত ৯৫ জন। নবান্নে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ইতিমধ্যে লকডাউন লঙ্ঘিত কেন হচ্ছে? জানতে চেয়ে নবান্নে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। সেই চিঠির প্রসঙ্গ খারিজ করে মুখ্যমন্ত্রী বলেছেন, "রাজ্যের স্বাস্থ্যকর্মীরা কড়া হাতেই সংক্রমণ সামলাচ্ছেন। বরং একটা অংশ সাম্প্রদায়িক বিভেদ তৈরি করার চেষ্টা করছেন।" এই প্রসঙ্গে বিজেপি'র আইটি সেল-কে ঘুরিয়ে একহাত নিয়েছেন তিনি।জানা গিয়েছে, ১০ জুন পর্যন্ত রাজ্যের সব স্কুল বন্ধ থাকবে।
এদিকে জানা গিয়েছে, সংক্রমণের জেরে দেশে সংক্রমিত প্রায় ৭ হাজার ৫০০ জন আর মৃত ২৪২ জন।