Read in English தமிழில் படிக்க
This Article is From Apr 08, 2020

"লকডাউন সম্ভবত বাড়ানো হতে পারে," সর্বদলীয় বৈঠকে পরামর্শ প্রধানমন্ত্রী মোদির

সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫,১৯৪-এ পৌঁছেছে। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্রসচিব ও গ্রামীণ বিষয়ক সচিব মিলে করোনাভাইরাস ও বর্তমান পরিস্থিতি বিষয়ে একটি বিশদ উপস্থাপনাও তৈরি করেন।

Advertisement
অল ইন্ডিয়া Edited by
নয়াদিল্লি:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার জানিয়ে দিয়েছেন যে, ১৪ এপ্রিল লকডাউন শেষ করা সম্ভব হবে না। সব দলের নেতাদের সঙ্গে এক বৈঠকে মোদি বলেছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরামর্শ করবেন অবশ্যই। তবে সম্ভবত লকডাউন এত তাড়াতাড়ি শেষ হতে পারে বলে মনে হয় না। প্রধানমন্ত্রী বলেন, “COVID-19-এর পরে জীবন আর আগের মতো হবে না, হয় তা প্রাক-করোনা এবং উত্তর-করোনো হবে।”  প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে রাজনৈতিক নেতাদের বলেন, “ব্যাপকভাবে আচরণমূলক, সামাজিক ও ব্যক্তিগত পরিবর্তন সাধন করতে হবে।"

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা করতেই মোদি এই বৈঠকটি ডাকেন। সারা দেশে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৫,১৯৪-এ পৌঁছেছে। স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্রসচিব ও গ্রামীণ বিষয়ক সচিব মিলে করোনাভাইরাস ও বর্তমান পরিস্থিতি বিষয়ে একটি বিশদ উপস্থাপনাও তৈরি করেন। COVID-19 মহামারী রোধে ১৩০ কোটি মানুষ এখন লকডাউনে রয়েছেন, যা ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা এবং প্রধানমন্ত্রী এই লকডাউন আরও বাড়ানোর হবে কিনা সেই বিষয়ে এই সপ্তাহেই সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়ার আগে শনিবার তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুখ্যমন্ত্রীদের সঙ্গে দ্বিতীয় বৈঠক করবেন।

ভাইরাসের দ্রুত বিস্তার রুখতে এবং আগামী সপ্তাহগুলিতে এই সংক্রমণ আরও বাড়তে পারে বলে আগাম সতর্কতা হিসেবেই অনেক রাজ্য লকডাউন সম্প্রসারণের আবেদন করেছে। হাজার হাজার অভিবাসী শ্রমিকের সঙ্কট, ক্রমবর্ধমান বেকারত্ব এবং বাণিজ্যিক লোকসান এশিয়ার তৃতীয় বৃহত্তম এই অর্থনীতির কিছু অংশ চালু করার সরকারের উপরও চাপ ফেলছে। আলোচ্য পরিকল্পনাগুলির মধ্যে রয়েছে করোনাভাইরাস হটস্পটগুলি সিল করা এবং দেশের অন্যান্য অঞ্চলে সীমাবদ্ধতা কমিয়ে আনা। মন্ত্রীদের আরও পরামর্শ যে, স্কুল, কলেজ এবং ধর্মীয় স্থানগুলিও আরও কয়েক সপ্তাহ বন্ধ রাখা হোক। দেশে  রেল, বাস, মেট্রো পরিষেবাও আপাতত চালু না হওয়ারই ইঙ্গিত মিলেছে।

Advertisement

কংগ্রেসের গোলাম নবী আজাদ, তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শিবসেনা নেতা সঞ্জয় রাউত এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। গত সপ্তাহেই প্রধানমন্ত্রী কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধি এবং পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতাদের ফোন করেন এবং পরামর্শ চান। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল এবং প্রণব মুখোপাধ্যায় এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও এইচডি দেবেগৌড়ার সঙ্গেও কথা বলেছেন মোদি।

Advertisement