This Article is From Mar 25, 2020

১৪ এপ্রিল পর্যন্ত দেশ জুড়ে চলবে না কোনও যাত্রীবাহী ট্রেন, বন্ধ মেট্রোও

Indian Rail: তবে যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকলেও মালগাড়ি নিয়ম মেনেই চলবে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক

Advertisement
অল ইন্ডিয়া Written by (with inputs from PTI)

Coronavirus Lockdown: আগামী ২১ দিন চলবে না কোনও ট্রেন, দেশ জুড়ে পুরোপুরি লকডাউন

Highlights

  • ১৪ এপ্রিল পর্যন্ত চলবে না কোনও যাত্রীবাহী ট্রেন
  • যাঁরা টিকিট বুকিং করেছেন, স্বয়ংক্রিয়ভাবেই তাঁরা নির্দিষ্ট টাকা ফেরত পাবেন
  • আগামী ২১ দিন শুধুমাত্র মালগাড়ি চলবে, জানাল রেল কর্তৃপক্ষ
কলকাতা:

আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত যাত্রীবাহী ট্রেন, ভারতীয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হল এই কথা। রেলের পূর্ব ঘোষণা অনুযায়ী, করোনা ভাইরাস (Coronavirus) সংক্রমণের আশঙ্কায় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল সমস্ত ধরণের যাত্রিবাহী ট্রেন পরিষেবা। কিন্তু মঙ্গলবার রাত ৮টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা দেশে আগামী ২১ দিনের জন্যে সম্পূর্ণ লকডাউন (Coronavirus Lockdown) করার ঘোষণার পরেই ভারতীয় রেলের (Indian Rail) পক্ষ থেকেও এক বিবৃতিতে এই কথা জানানো হয়। তবে মালগাড়ি নিয়ম মেনেই চলবে বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। কারণ নিত্যপ্রয়োজনীয় জিনিস আনা-নেওয়া করতে মালগাড়ির চলাচল আবশ্যিক, তাই দেশের মানুষের যাতে এই বিষয়ে কোনও সমস্যা না হয়, যাতে নিত্যসামগ্রীর আকাল না দেখা যায় তাই মালগাড়ি চালানোর এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। শহর ও শহরতলির সমস্ত লোকাল ট্রেনও পুরোপুরি বন্ধ থাকবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত। এমনকী মেট্রো রেল পরিষেবাও পুরোপুরি বন্ধ থাকবে এই ২১ দিন। 

পুরোপুরি লকডাউন, করোনার সঙ্গে যুঝতে ২১ দিন বাড়ির চৌকাঠ পেরোবেন না: প্রধানমন্ত্রী মোদি

মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন যে ওই দিন রাত ১২টা থেকে দেশ জুড়ে পুরোপুরি লকডাউন এবং আগামী ২১ দিন চলবে এই লকডাউন প্রক্রিয়া। অর্থাৎ আগামী ১৪ এপ্রিল পর্যন্ত গোটা দেশে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা বাদ দিয়ে বন্ধ থাকবে সব কিছুই।

Advertisement

এদিকে, ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) রেল যাত্রীদের উদ্দেশে এক বিবৃতিতে জানিয়েছে যে ইতিমধ্যেই যাঁরা ট্রেনের টিকিট অনলাইনে বুকিং করেছিলেন, তাঁদের আর আলাদা করে ওই টিকিট বাতিল করতে হবে না, স্বয়ংক্রিয়ভাবেই টিকিটের পুরো টাকা সমস্ত রেল যাত্রীদের ফিরিয়ে দেবে ভারতীয় রেল কর্তৃপক্ষ। 

মঙ্গলবার ভারতীয় রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে করোনা ভাইরাসে সংক্রমণের আশঙ্কার কারণে সমস্ত যাত্রী পরিষেবা স্থগিত করতে বাধ্য হয়েছে তারা। তবে দেশে প্রয়োজনীয় পণ্য সরবরাহের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্যে লকডাউন পরিস্থিতিতেও মালগাড়ি চালাবে তারা।

Advertisement

২১ দিনের লকডাউন, কোন পরিষেবা চালু, কোনগুলি বন্ধ জেনে নিন

মঙ্গলবারই প্রধানমন্ত্রী বলেন, "আগামী ২১ দিনের মধ্যে বাড়ির চৌকাঠ পেরোনোর কথা ভুলে যান ... কারণ আপনি এই লক্ষ্মণ রেখা পার হলে ভাইরাসটিকে বাড়িতে আমন্ত্রণ করে নিয়ে আসবেন"।

Advertisement

এই ২১ দিনের নিষেধাজ্ঞা না মানলে দেশ ২১ বছর পিছিয়ে যাবে এই সাবধানবাণী মনে করিয়ে দিয়ে নরেন্দ্র মোদি আশ্বস্ত করে একথাও বলেন, "তবে এই লকডাউন নিয়ে একেবারেই আতঙ্কিত হওয়ার দরকার নেই"। কেন্দ্র এবং রাজ্য সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, একথাও উল্লেখ করেন তিনি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement