CoronaVirus Lockdown: মোদিকে নিয়ে গানটি যে যুবক গেয়েছেন তাঁর নাম হল বরুণ ভারতী, যিনি একজন শখের গায়ক
হাইলাইটস
- বারান্দায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদিকে উদ্দেশ্য করে গান গাইলেন যুবক
- গানটির টিকটক ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেন তিনি
- ভিডিওটি প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছক, চান ওই যুবক
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে, ভারতে ৩ মে পর্যন্ত লকডাউন (CoronaVirus Lockdown) চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং দেশের মানুষের প্রতি আবেদন জানিয়েছেন যাতে তাঁরা এই সময় কিছুতেই ঘরের চৌকাঠ না পেরোন। ঠিক সময়েই লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi), শুধু দেশবাসীই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষও এমন কথা বলছেন। এবার রীতিমতো প্রধানমন্ত্রীর উপাসনা করে গান গাইলেন এক যুবক। গানটি নিজেই লিখেছেন তিনি। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে তাঁর ওই গান গাওয়ার দৃশ্যের একটি টিকটক (TikTok) ভিডিও করা হয়। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়েছে। মানুষজন বেশ পছন্দও করছেন ভিডিওটি।
লকডাউনে ঘুড়ি ওড়াচ্ছে বাঁদর, তার মাঞ্জা দেওয়া ঘুড়িতে অন্যরা ভোকাট্টা, দেখুন ভিডিও
ভিডিওতে দেখা যাবে যে এক যুবক হাতে মাইক নিয়ে বারান্দায় দাঁড়িয়ে গান গাইছেন। অক্ষয় কুমারের ছবি 'কেশরী' এর 'তেরি মিট্টি' গানটির সুরে তিনি নিজের লেখা শব্দ বসিয়ে গানটি গেয়েছেন, যা একরকম মোদি বন্দনাই বলছেন নেটিজেনরা। গানের লিরিক্সের অর্থ অনেকটা এরকম, "দেশ তুমি হাসতে থাকো। মোদি আছেন বলেই আমরা রক্ষা পাচ্ছি। সঙ্কট যতই তীব্র হোক না কেন, আমাদের প্রতিটি সমস্যা থেকে রক্ষা করেছেন তিনি। আমরা এই নিয়ম কায়মনবাক্যে মেনে চলবো এবং একসঙ্গে মিলে আমরা করোনাকে হারাব ... আমরা যা বলেছি তা করে দেখাব। আমরা সকলেই তাঁর কথা শুনেছি, সেই জন্যেই আমরা ঘরে বসে থেকেছি, আমরা যে প্রতিশ্রুতি তাঁকে দিয়েছি তা পূরণ করব"।
দেখে Video:
গানটি যে যুবক গেয়েছেন তাঁর নাম হল বরুণ ভারতী, যিনি একজন শখের গায়ক এবং টিকটকে নানা ভিডিও দিতে বেশ পছন্দ করেন। তাঁর ভিডিওটি ৪.৩মিলিয়ন ভিউ পেয়েছে। তিনি ক্যাপশনে লিখেছেন, "এটি মোদি জি পর্যন্ত পৌঁছে যাক ..." এই ভিডিওটি দেখে এখনও পর্যন্ত ৯ হাজারেরও বেশি মানুষ মন্তব্য করেছেন। অনেকেই বরুণের গানের পাশাপাশি প্রধানমন্ত্রী মোদিরও তারিফ করেছেন।
দেখ কেমন লাগে! পিৎজায় কামড় বসিয়ে কুকুরের উদ্দেশে কার এই টিপ্পনী, , দেখুন ভিডিও
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ১৩,৩৮৭ জন। এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হিসাবে ধরা পড়েছেন এক হাজারেরও বেশি মানুষ। ওই রোগ দেশে মোট ৪৩৭ জনের প্রাণ কেড়েছে। তবে এটাও ঠিক যে, যত বেশি করে দেশে করোনা সংক্রমিতের সন্ধান মিলছে, ঠিক ততটাই দ্রুতহারে অনেকেই এই রোগের সঙ্গে লড়াই করে জীবনযুদ্ধে জিতছেন। পরিসংখ্যান বলছে, ওই মারাত্মক রোগের সঙ্গে লড়াই করে সাফল্য পাওয়ার হার শুক্রবার বেড়ে ১৩.০৬ এ দাঁড়িয়েছে, যেখানে এই পরিসংখ্যান বৃহস্পতিবার ছিল ১২.০২ এবং বুধবার ছিল আরও কম ১১.৪১।
Click for more
trending news