Read in English
This Article is From May 18, 2020

মুম্বই এখনও রেড জোন! তাই শিথিল হচ্ছে না লকডাউন বিধি: পুলিশ

জানা গিয়েছে, দেশের মোট সংক্রমণের ২০% মুম্বইয়ের। সোমবার পর্যন্ত শহরে মোট আক্রান্ত ২০ হাজার, মৃত ৭৩৪ জন

Advertisement
অল ইন্ডিয়া Edited by

মুম্বইয়ের ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়েতে গাড়ির ঢল।

মুম্বই :

প্রায় ২ মাস ধরে চলছে লকডাউন। তারপরেও মুম্বই সংক্রমণের নিরিখে রেড জোন (Mumbai in red Zone)। তাই চতুর্থ দফার (Lockdown 4.9) লকডাউনে কোনও বিধি শিথিল হচ্ছে না শহরে। এই মর্মে নাগরিকদের সতর্ক করল মুম্বই পুলিশ (Mumbai Police)। বলা হয়েছে, বিধিভঙ্গকারীকে কড়া শাস্তির মুখে পড়তে হতে পারে। টুইট করে সোমবার মুম্বই পুলিশের কমিশনার পরমবীর সিং জানিয়েছেন, মুম্বই এখনও রেড জোন। তাই কোনও বিধি লাঘব কড়া হয়নি। অনুমতি ছাড়া কোনও গাড়ি রাস্তায় নামলে চালকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।দিন হোক কিংবা রাত্রি, অপ্রয়োজনেও কেউ বাড়ির বাইরে বেরোবেন না। আপনাদের নিরাপত্তা আগে। 

দেখুন মুম্বই পুলিশের সেই টুইট: 

জানা গিয়েছে, দেশের মোট সংক্রমণের ২০% মুম্বইয়ের। সোমবার পর্যন্ত শহরে মোট আক্রান্ত ২০ হাজার, মৃত ৭৩৪ জন। সোমবার রাতের দিকে লকডাউন ৪ প্রসঙ্গে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দিতে পারেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। ১৮ মে থেকে লাগু হওয়া লকডাউন ৪, চলবে ৩১ মে পর্যন্ত।

Advertisement