Read in English
This Article is From Apr 02, 2020

"সংক্রমণ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস", টুইট করে তোপ অমিত শাহের

বিরোধীরা করোনা সংক্রমণ নিয়ে তুচ্ছ রাজনীতি করছে। বৃহস্পতিবার এভাবে নাম না করে কংগ্রেসকে দুষলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

অমিত শাহ টুইটে তোপ দাগেন, "সংক্রমণ নিয়ে তুচ্ছ রাজনীতি করছে কংগ্রেস।"

Highlights

  • "সংক্রমণ নিয়ে রাজনীতি করছে কংগ্রেস", আক্রমণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • এদিন টুইটে সরাসরি বিরোধীদের তোপ দাগেন তিনি
  • "রাজনীতি ছেড়ে জাতীয় স্বার্থ নিয়ে ভাবা উচিত," পরামর্শ তাঁর
নয়া দিল্লি :

কংগ্রেস করোনা সংক্রমণ (Coronavirus Outbreak) নিয়ে তুচ্ছ রাজনীতি করছে। বৃহস্পতিবার এভাবে নাম করে কংগ্রেসকে দুষলেন স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। জাতীয় স্বার্থে কথা বলুন, রাজনীতি ছাড়ুন। এমন মন্তব্য এদিন টুইটারে বিরোধীদের (Congress) উদ্দেশে করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটে তাঁর দাবি, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সংক্রমণ মোকাবিলার কৌশল দেশ-বিদেশে সমাদৃত। ১৩০ কোটি দেশবাসী এই সংক্রমণ প্রতিরোধ করতে কোমর বেঁধেছেন। যদিও তুচ্ছ রাজনীতি জারি রেখেছে কংগ্রেস। রাজনীতি ছেড়ে, ওদের উচিত জাতীয় স্বার্থ নিয়ে ভাবা।" সম্প্রতি কংগ্রেসের শীর্ষ নীতি নির্ধারক ওয়ার্কিং কমিটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নেতৃত্বকে বার্তা দিয়েছে। ওই বার্তায় বলা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায়ে মানুষকে সচেতন করে তুলুক দলের নেতা-কর্মীরা। পাশাপাশি পরিকল্পনাহীন লকডাউনের সমালোচনা করেছিল কংগ্রেস। এদিন সেই সমালোচনার জবার ঘুরিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে বিজেপি সূত্রে খবর। 

রাজ্যে করোনায় মৃত্যু ৭ জনের, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬! জানাল স্বাস্থ্য দফতর

দেখে নিন সেই টুইট:

যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লকডাউনের ঘোষণাকে সর্বত্র ভাবে সমর্থন করেছে কংগ্রেস। লকডাউন মেনে চলতে বার্তা পাঠিয়েছেন দলের সভানেত্রী সনিয়া গান্ধি। দলমত নির্বিশেষে কেন্দ্রের পাশে এসে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। 

সংক্রমণে মৃত্যু, কবরের অনুমতি না পেয়ে মুসলিম বৃদ্ধের শেষকৃত্য শ্মশানে

এদিকে, করোনা পরিস্থিতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের  মাধ্যমে দেশের অঙ্গ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে সপার্ষদ এই বৈঠক করলেন প্রধানমন্ত্রী । মুখ্যমন্ত্রীদের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন বৃহস্পতিবারের এই বৈঠকে। এই কনফারেন্স বৈঠকে সংক্রমিতের সংখ্যা পর্যালোচনায় কৌশল রচনা করা হয়েছে। সংক্রমিতের সংস্পর্শে কে বা কারা এসেছে, সেটা কীভাবে সঠিক উপায়ে চিহ্নিত করা সম্ভব। সেই বিষয়ে বৈঠক হয়েছে বলে সূত্রের খবর। পাশাপাশি মুখ্যমন্ত্রীদের প্রধানমন্ত্রীর বার্তা, "লকডাউন পর্ব মিটলেও নিয়ন্ত্রিত করতে হবে মানুষের গতিবিধি। আসুন, এ বিষয়ে আমরা যৌথ কৌশল রচনা করি। লকডাউন পরবর্তী অবস্থায় সীমিত গণ-জমায়েত ও সামাজিক দুরত্ব যাতে বজায় থাকে সেটা নিশ্চিত করি।"   

Advertisement

(পিটিআই থেকে সংগৃহীত) 

Advertisement