தமிழில் படிக்க Read in English
This Article is From May 25, 2020

প্রবাসী ভারতীয়দের বিমানে মাঝের আসন ফাঁকা রাখতে হবে: সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি এসএ বোবদে এয়ার ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘‘এটা সাধারণ বোধের ব্যাপার যে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।’’

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by

এয়ার ইন্ডিয়ার ‘বন্দে ভারত’ উড়ানে অন্য দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে।

নয়াদিল্লি:

প্রবাসী ভারতীয়দের ফেরানোর জন্য বিশেষ আন্তর্জাতিক বিমানে মাঝের আসন ফাঁকা রাখতে হবে বলে সোমবার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, এটা সাধারণ বোধের ব্যাপার যে সামাজিক দূরত্ব বজায় রাখা একান্তই গুরুত্বপূর্ণ। এদিন থেকেই শুরু হয়েছে আন্তঃরাজ্য বিমান পরিষেবা। সেখানে কিন্তু মাঝের আসন ফাঁকা রাখা হচ্ছে না। সুপ্রিম কোর্টের নির্দেশের পরে সেই সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠে গেল। প্রধান বিচারপতি এসএ বোবদে এয়ার ইন্ডিয়াকে জানিয়েছেন, ‘‘এটা সাধারণ বোধের ব্যাপার যে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ। বিমানের বাইরে ছ'ফুটের সামাজিক দূরত্ব বজায় রাখতে হচ্ছে। তাহলে বিমানের ভিতরে কী হওয়া উচিত।''

প্রসঙ্গত, এয়ার ইন্ডিয়ার ‘বন্দে ভারত' উড়ানে অন্য দেশে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরানো হচ্ছে।

এয়ার ইন্ডিয়া ও সরকারের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সবচেয়ে সঠিক পদ্ধতি হচ্ছে টেস্ট করে কোয়ারান্টাইনে রাখা। আসনে ফাঁক রাখা নয়।

Advertisement

তাঁর বক্তব্যের প্রত্যুত্তরে প্রধান‌ বিচারপতি বলেন, ‘‘আপনি কী করে বলতে পারেন এতে যাত্রীরা প্রভাবিত হবেন না? ভাইরাস কি জানে এটা বিমান এবং এখানে সে কাউকে সংক্রমিত করবে না? পাশাপাশি বসলে এখানেও আপনি সংক্রমিত হতে পারেন।''

সরকার জানিয়েছে, ১৬ জুন পর্যন্ত সব টিকিট বুক হয়ে গিয়েছে। এর উত্তরে সুপ্রিম কোর্ট জানাচ্ছে, ওই সময়ের পর থেকে যেন কাউকে মাঝের আসনে বসানো না হয়।

Advertisement
Advertisement