Coronavirus: অরুণাচল প্রদেশের একদল শিকারী গোখরো সাপটিকে মেরে কেটে খেয়ে নেন
হাইলাইটস
- আইন অনুযায়ী গোখরো শিকার নিষিদ্ধ এবং এর হত্যা করা বেআইনি
- শিকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে
- অরুণাচলপ্রদেশ দাবি খারিজ করে জানিয়েছে, রাজ্যে খাবারের কোনও অভাব নেই
গুয়াহাটি: অরুণাচলপ্রদেশের একদল শিকারিকে দেখা গিয়েছে ১২ ফুট লম্বা একটি গোখরে শিকার করতে, যেটি তারা বনভোজনের জন্য শিকার করে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, নিজেদের কাঁধে এই বিষধর সাপের দেহ ঝুলিয়ে রেখেছে তারা। তাদের বলতে শোনা গিয়েছে, জঙ্গলে তারা এটিকে শিকার করে। এরপর তারা বনভোজনের ব্যাপক আয়োজন করে, এবং সাপটিকে টুকরো করে কলাপাতায় রাখে।শিকারীদের মধ্যে একজনকে বলতে শোনা গিয়েছে, করোনা ভাইরাস লকডাউনের কারণে, তাদের আর কোনও খাবার মজুত নেই। পাশাপাশি তারা বেশ কয়েদিন মাংস খায়নি বলেও দাবি করে।
একজনকে বলতে শোনা যায়, “সেইজন্য আমরা জঙ্গলে যাই কিছুর সন্ধানে এবং এই সাপটিকে দেখতে পাই”।
যাইহোক, অরুণাচলপ্রদেশ দাবি খারিজ করে জানিয়েছে, রাজ্যে খাবারের কোনও অভাব নেই। একটি বিবৃতিতে জানানো হয়েছে, “রাজ্যের অন্তত তিনমাসের মাল মজুত রয়েছে সমস্ত জায়গায়, এবং যাঁরা জীবিকা হারানোদের বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে”।
শিকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা, এবং ওই শিকারিরা পলাতক বলে জানানো হয়েছে।
আইন অনুযায়ী গোখরো শিকার নিষিদ্ধ এবং এর হত্যা করা বেআইনি যাতে জামিন হবে না। অরুণাচলপ্রদেশে প্রচুর প্রজাতির সাপ রয়েছে।
সম্প্রতি গবেষকরা নতুন এক ধরণের প্রজাতির সাপের সন্ধান পেয়েছেন, জেকে রাওলিং এর চরিত্র সালজার স্লাথারিনের পর।
২০১৯ সালের জুলাইয়ে পাক্কি টাইগার রিজার্ভ ফরেস্টের ঘন জঙ্গলে পিট ভাইপার নামে একপ্রকার সাপের সন্ধান পান গবেষকরা।