লকডাউনের (Lockdown) মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(প্রতীকি ছবি)
নয়াদিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus Pandemic) ছড়িয়ে পড়া রুখতে দেশজুড়ে লকডাইনের (Lockdown) মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাতিল করা হয়েছে সমস্ত প্যাসেঞ্জার বা যাত্রীবাহি ট্রেন। ফলে ১৫ এপ্রিল থেকে ৩ মে এর মধ্যে বুক হওয়া প্রায় ৩৯ লক্ষ টিকিট বাতিল করতে চলেছে রেল (Railway), সূত্র মারফৎ এমনটাই জানতে পেরেছে পিটিআই। প্রথমে ২১ দিনের লকডাউন জারি করা হয়েছিল, ফলে রেলের তরফে ১৪ এপ্রিলের পরদিন থেকে টিকিট বুকিং শুরু হয়, ওই সময়ের মধ্যে প্রায় ৩৯ লক্ষ টিকিট বুকিং হয়।
যদিও লকডাউনের মেয়াদ বৃদ্ধির ফলে, ৩ মে পর্যন্ত রেল শুধুমাত্র সমস্ত যাত্রী পরিষেবা বাতিল করেছে সেটাই নয়, সমস্ত অগ্রিম বুকিংও বন্ধ করেছে।
যে সমস্ত যাত্রী বাতিল হওয়া ট্রেনের টিকিট বুক করেছিলেন, তাঁরা সম্পূর্ণ অর্থ ফেরৎ পাবেন, এবং যাঁরা আগে বুক করেছিলেন তাঁরাও ফেরৎ পাবেন
রেলের তরফে বলা হয়েছে, অনলাইন যাত্রীদের ক্ষেত্রে পুরো অর্থই ফেরৎ দেওয়া হবে, অন্যদিকে, যাঁরা কাউন্টার থেকে টিকিট বুকিং করেছেন, সেই সমস্ত যাত্রীরা ৩১ জুলাই পর্য্ত তাঁদের অর্থ ফেরৎ নিতে পারবেন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)