৩১ মে পর্যন্ত বাড়ল লকডাউন
নয়াদিল্লি: করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া রুখতে ৩১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়িয়েছে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, নতুন রূপে আসবে চতুর্থদফার লকডাউন। এই মেয়াদে আন্তঃরাজ্য চলাচলে অনুমতি দেওয়া হয়েছে., চলবে আন্তঃরাজ্য বাস, গণপরিবহন ব্যবস্থা। তবে বিমান, মেট্রো পরিষেবা, মল, জিম সেন্টার, বড় জমায়েতে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, ৬০ বছরের ঊর্দ্ধে এবং ১০ বছরের নিচে বয়স সম্পন্নরা বাইরে যাওয়া উচিত নয়।
Centre's full order on ... by NDTV on Scribd