This Article is From May 30, 2020

রাজ্যের সরকারি স্কুলগুলোর মতোই বিশ্ববিদ্য়ালয়গুলোও ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ

Coronavirus Lockdown: করোনা ও আমফান, এই জোড়া সঙ্কট বিবেচনা করে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সুপারিশ করা হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতরকে

রাজ্যের সরকারি স্কুলগুলোর মতোই বিশ্ববিদ্য়ালয়গুলোও ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সুপারিশ

West Bengal: করোনা ও আমফান, এই জোড়া সঙ্কট বিবেচনা করে ৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সুপারিশ (ফাইল চিত্রা)

হাইলাইটস

  • রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোও ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হোক
  • এমনই সুপারিশ করল রাজ্যের "ভিসি কাউন্সিল"
  • করোনা ও আমফান, জোড়া সঙ্কটে জেরবার পশ্চিমবঙ্গ
কলকাতা:

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতির (Coronavirus Lockdown) পাশাপাশি ঘূর্ণঝড় আমফানের ধ্বংসলীলার কথা বিবেচনা করে এখনও রাজ্যের (West Bengal) সরকারি বিশ্ববিদ্যালয়গুলো খোলার ভাবনাচিন্তা করা হচ্ছে না। রাজ্য সরকারের অধীনস্থ বিশ্ববিদ্যালয়গুলির (University) উপাচার্যরা এই জোড়া সঙ্কটের পরিস্থিতি বিবেচনা করে তাই আগামী ৩০ জুন পর্যন্ত পঠনপাঠন বন্ধ রাখার সুপারিশ করেছেন। শুক্রবার এবিষয়ে একটি বৈঠকে বসেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা। সেই বৈঠকের শেষে ভিসি কাউন্সিলের সাধারণ সম্পাদক তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য সংবাদসংস্থা পিটিআইকে জানান, "সবদিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন আগামী ৩০ জুন পর্যন্ত স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে উপাচার্য পরিষদের পক্ষ থেকে এই সুপারিশ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে"। 

আমফানের তাণ্ডবের জের, রাজ্যের স্কুলগুলো ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়ানোর ইঙ্গিত পেয়েই রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। এই প্রসঙ্গেই সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, বিশ্ববিদ্যালয়গুলিতে ফের পঠনপাঠন শুরুর জন্যে ক্যাম্পাসগুলি কবে খোলা হবে সেই সম্ভাব্য তারিখের বিষয়ে জানতে চায় রাজ্য সরকার। তবে এবিষয়ে সিদ্ধান্ত নিতে ভিসি কাউন্সিলের সুপারিশের উপরেই নির্ভর করবে উচ্চশিক্ষা দফতর। ভিসি কাউন্সিল পশ্চিমবঙ্গের ২০ টি রাজ্য বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে গঠিত।

৩০ জুনের পর রাজ্যের স্কুলগুলো খুললেও একদিন অন্তর একদিন ক্লাস হবে!

"রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলো চূড়ান্ত বর্ষের সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখও নির্ধারণ করবে এবং সেই ব্যাপারেও উচ্চশিক্ষা দফতরকে জানাবে", বলেন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee)।

এদিকে বুধবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ঘূর্ণিঝড় আমফানের কারণে রাজ্যের কমপক্ষে ৮টি জেলায় বহু স্কুল ভবন ক্ষতিগ্রস্থ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখা হবে সব স্কুল। তাছাড়া এমন আশঙ্কাও করা হচ্ছে যে, ভিনরাজ্য থেকে বাংলায় ফেরা পরিযায়ী শ্রমিকদের অনেককেই হয়তো করোনা সংক্রমিত সন্দেহে কোয়ারান্টাইন করে রাখতে হবে। সেইজন্যেও বেশ কিছু স্কুলের ভবনগুলোকে আপাতভাবে কোয়ারান্টাইন সেন্টার বানানোর প্রয়োজন হতে পারে। তাই সবদিক বিবেচনা করেই রাজ্যের স্কুলগুলো ৩০ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান শিক্ষামন্ত্রী। এবার রাজ্যের সরকারি স্কুলগুলোর পথেই হাঁটছে বিশ্ববিদ্যালয় সহ সমস্ত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোও।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.