This Article is From Apr 20, 2020

কপর্দকহীন অবস্থায় মুম্বইয়ে আটকে পাকিস্তানি মহিলারা, জানালেন দেশে ফেরানোর আর্জি

আটক এক মহিলার বক্তব্য, ‘‘আমরা সমস্যার মধ্যে রয়েছি। টাকা ফুরিয়ে গিয়েছে। এদিকে রমজানের সময় আসছে। আমাদের জন্য কিছু করুন।''

কপর্দকহীন অবস্থায় মুম্বইয়ে আটকে পাকিস্তানি মহিলারা, জানালেন দেশে ফেরানোর আর্জি

লকডাউনের ফলে আটকে পড়া এই মহিলারা দেশে ফিরতে উন্মুখ হয়ে রয়েছেন।

হাইলাইটস

  • লকডাউনের ফলে দেশে আটকে পাকিস্তানি মহিলারা
  • ভারত সরকারের কাছে ফেরার আর্জি জানালেন তাঁরা
  • সকলেই কপর্দকহীন অবস্থায় বেশ কষ্টের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন
মুম্বই:

দেশব্যাপী লকডাউনের (Lockdown) ফলে বহু বিদেশিও আটকে পড়েছেন ভারতে। এই অবস্থায় মুম্বইয়ে (Mumbai) এসে আটকে পড়া পাকিস্তানের (Pakistan) মহিলাদের একটি দল কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানিয়েছে, তাঁদের ফিরতে দেওয়া হোক। ওই দলে বয়স্ক ও শিশুও রয়েছে। কিছুদিন আগে পাকিস্তানের অনুরোধে কয়েকজন পাকিস্তানিকে দেশে ফেরার অনুমতি দিয়েছিল সরকার। এবার এই দলটিও ফেরার অনুমতি চাইল। এখনও পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে ১৪৩ জন আটকে রয়েছেন।

মুম্বইয়ে আটকে পড়া এক পাকিস্তানি মহিলার বক্তব্য, ‘‘৩০ দিন ধরে আমরা এখানে আটকে রয়েছি। আমাদের টাকাও ফুরিয়ে গিয়েছে। পাকিস্তানের দূতাবাস আমাদের অনেক সাহায্য করেছে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য এবং কিছু পাকিস্তানিকে ফেরত পাঠানোর জন্য ভারত সরকারকে ধন্যবাদ। দুই সরকারের কাছে আপিল দ্রুত আমাদের ফেরত পাঠানো হোক।''

অতিরিক্ত মজুত চাল থেকে তৈরি হবে স্যানিটাইজার, জানাল কেন্দ্র

আর এক মহিলার বক্তব্য, ‘‘আমরা সমস্যার মধ্যে রয়েছি। টাকা ফুরিয়ে গিয়েছে। ওষুধ নেই। টাকা নেই, তাই ওষুধও কেনা সম্ভব হচ্ছে না। রমজানের সময় আসছে। আমাদের জন্য কিছু করুন।''

অন্য এক মহিলা সরকারের কাছে কাতর আর্জি জানিয়ে বলছেন, তাঁর সঙ্গে দু'টি ছোট শিশু রয়েছে। শিশুরা বাড়ি ফেরার জন্য কান্নাকাটি করছে। আপাতত সকলেই পাকিস্তান ও ভারত দু'দেশের সরকারের দিকে তাকিয়ে।

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানের দূতাবাসের অনুরোধে ৪১ জন পাকিস্তানি নাগরিককে দেশে ফেরার অনুমতি দিয়েছিল ভারত। তাঁরা ওয়াঘা সীমান্ত দিয়ে পাকিস্তানে ফিরে গিয়েছেন। ওঁরা দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশে এসে আটকে পড়েছিলেন। দেশে এখনও ১৪৩ জন পাকিস্তানি নাগরিক আটকে রয়েছেন।

.