தமிழில் படிக்க Read in English
This Article is From Apr 19, 2020

লকডাউনে ই-কমার্স সংস্থাগুলির অ-প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ বন্ধ থাকবে

লকডাউনে ই-কমার্স সংস্থাগুলির অ-প্রয়োজনীয় সামগ্রীর সরবরাহ বন্ধ থাকবে বলে সরকার জানিয়েছে। 

Advertisement
অল ইন্ডিয়া Edited by

৩ মে পর্যন্ত থাকবে দেশব্যাপী লকডাউন

নয়াদিল্লি:

লকডাউনে (Lockdown) ই-কমার্স ( E-Commerce) সংস্থাগুলির সরবরাহ এখনও বন্ধই থাকবে বলে এদিন স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে। ২০ এপ্রিলের পর কোন কোন পরিষেবা মিলবে তার একটা তালিকা সরকার প্রকাশ করেছে। যেসব অঞ্চল করোনায় কম আক্রান্ত, সেখানে ওই পরিষেবা মিলবে বলে জানানো হয়েছে। সেই তালিকা প্রকাশের পরদিনই একথা জানাল স্বরাষ্ট্র মন্ত্রক। ওই পরিমার্জিত তালিকায় স্বাস্থ্য পরিষেবা, কৃষি ও উদ্যান সংক্রান্ত সক্রিয়তা, মৎস্যপালন, পশুপালন ছাড়াও চা, কফি ও রাবারের উৎপাদন শুরু (৫০ শতাংশ কর্মী নিয়ে) করার কথা বলা হয়।

এর আগের এক তালিকায় মোবাইল, টিভি, রেফ্রিজারেটর, ল্যাপটপ, জামাকাপড় ইত্যাদির বিক্রিতে ছাড় দেওয়া হয়েছিল আমাজন, ফ্লিপকার্ট ও স্ন্যাপডিলের মতো ই-কমার্স সংস্থাগুলিকে।

দেশের বিভিন্ন প্রান্তে ওই সামগ্রী পৌঁছে দিতে সংশ্লিষ্ট রাজ্যগুলির থেকে অনুমতি নেওয়ার কথাও সরকার জানিয়েছে।
 

Advertisement
Advertisement