৩১ মে এর পর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে, নাকি প্রত্যাহার করে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়(ফাইল))
নয়াদিল্লি: করোনা ভাইরাস লকডাউন (Coronavirus Lockdown) নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) কথা বলেছেন বলে সূত্রের খবর, ৩১ মে এর পর লকডাউনের মেয়াদ বাড়ানো হবে, নাকি প্রত্যাহার করে নেওয়া হবে, তা নিয়ে আলোচনা হয়। কীভাবে এগিয়ে যাওয়া যাবে, তা নিয়ে নিজেদের মতামত দিয়েছেন মুখ্যমন্ত্রীরা। সূত্রের খবর, অন্যান্যবার ক্যাবিনেট সচিব প্রাথমিকভাবে যোগাযোগ করলেও, এবার ছিল রাজনৈতিক পদক্ষেপ। করোনা ভাইরাসের মোকাবিলায় সরকারের পদক্ষেপ এবং একাধিকবার তার পরিবর্তন করা নিয়ে বিরোধী দল এবং মুখ্যমন্ত্রীদের সমালোচনার মুখে পড়েছে সরকার। সে ব্যাপারে সচেতন সরকার।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রকের সূত্র মারফৎ জানা গিয়েছে, শেষপর্যন্ত লকডাউন নিয়ে সিদ্ধান্ত “হবে রাজনৈতিক আলোচনা”।
সরকারের বিকল্পের তালিকায় রয়েছে জাতীয় বিপর্যয় আইন, যেখানে স্বাস্থ্য সম্পর্কিত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র, যদিও তা রাজ্যের এক্তিয়ারের। অথবা কীভাবে এগিয়ে যাবে তা রাজ্যের ওপরেই ছাড়া হতে পারে।
মে মাসের দ্বিতীয় সপ্তাহে লকডাউনের মেয়াদ বৃদ্ধির সময়ে, একাধিক ছাড় দেয় সরকার, বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার বিষয়টি রাজ্যের হাতে ছাড়া হয়।