This Article is From Mar 20, 2020

Coronavirus: ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে মুম্বইয়ের সমস্ত অফিস

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেন, যদি রাজ্যের বাসিন্দারা লোকাল ট্রেন ও বাসে ভিড় করা বন্ধ না করেন সেক্ষেত্রে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে শেষ পদক্ষেপ।

Coronavirus: ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে মুম্বইয়ের সমস্ত অফিস

Coronavirus: করোনা সংক্রমণ রুখতে মরিয়া মহারাষ্ট্র সরকার।

হাইলাইটস

  • মুম্বইয়ে সমস্ত অফিস বন্ধ রাখা হবে ৩১ মার্চ পর্যন্ত
  • মুম্বই ছাড়াও আরও কয়েকটি শহর সমস্ত অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত
  • মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২
মুম্বই:

মুম্বই (Mumbai) ও মহারাষ্ট্রের (Maharashtra) আরও কয়েকটি শহরের সমস্ত অফিস বন্ধ রাখা হবে ৩১ মার্চ পর্যন্ত। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ করা হচ্ছে। শুক্রবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে একথা জানিয়েছেন। বন্ধ থাকবে সমস্ত দোকানও। তবে অত্যাবশ্যক দ্রব্যের দোকানগুলি খোলা থাকবে। মহারাষ্ট্রের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২। এই পরিস্থিতিতে মুম্বই, পুণে, পিম্পরি চিনচাওয়াদ ও নাগপুরের সমস্থ অফিস বন্ধ রাখার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

উদ্ধব ঠাকরে আরও বলেন, কর্মীদের বেতন যেন না কেটে নেওয়া হয়। তিনি জানান, ‘‘সমস্যা আসবে চলে যাবে। কিন্তু নিজেদের মানবিকতাকে সরিয়ে রাখবেন না।''

করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন ডেরেক ও'ব্রায়েন

তিনি আরও বলেন, যদি রাজ্যের বাসিন্দারা লোকাল ট্রেন ও বাসে ভিড় করা বন্ধ না করেন সেক্ষেত্রে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে শেষ পদক্ষেপ।

মুখ্যমন্ত্রী আরও জানান, সরকারি দফতরগুলি ২৫ শতাংশ উপস্থিতিতে চালু থাকবে।

উদ্ধব ঠাকরে বলেন, ‘‘অত্যাবশকীয় পরিষেবা চালু থাকবে। এছাড়া বাকি কোনও পরিষেবা চালাতে গেলে সময়মতো সে বিষয়ে অবগত করতে হবে। মুদি, দুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য পাওয়া যাবে। অকারণে চলাফেরা করতে বারণ করা হচ্ছে নাগরিকদের।''

গত বৃহস্পতিবার মুম্বইয়ের ডাব্বাওয়ালারা তাদের টিফিন সরবরাহ বন্ধ করে দেয়। করোনা রুখতে এভাবেই মরিয়া হয়ে উঠেছে মহারাষ্ট্র।

রাজ্যের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড ঘোষণা করেছেন, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত কোনও পরীক্ষা হবে না। নবম ও একাদশ শ্রেণির পরীক্ষা ১৫ এপ্রিলের পরে হবে।

.