Read in English
This Article is From Apr 16, 2020

লকডাউন বিধি ভাঙলে ভিআইপিদের নাম ফাঁসের হুমকি, প্রতিবাদ আপ বিধায়কের

অন্য একটি টুইটে তিনি লেখেন, ‘‘আপনারা কি ভিআইপির পুরো নাম জানেন? ভেরি ইডিওটিক পার্সন।’’

Advertisement
অল ইন্ডিয়া Reported by , Edited by

Coronavirus: সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল কোভিড-১৯ সংক্রমণ রুখতে লড়ছে। (এএফপি)

চণ্ডীগড়:

যে ভিআইপিরা কার্ফিউয়ের নিয়মভঙ্গ করবেন তাঁদের নাম প্রকাশ করে দেওয়া হবে। যাকে বলা হয় ‘নেম অ্যান্ড শেম'। এমনটাই জানালেন চণ্ডীগড়ের এক শীর্ষ আধিকারিক। তিনি টুইট করে জানান, ‘‘আগামীকাল থেকে আমরা সেই সব ভিআইপিদের নাম ও পদ উল্লেখ করব যাঁরা কার্ফিউয়ের নির্দেশ অমান্য করে সকাল-সন্ধে বাইরে বেরোবেন। সাবধান।'' অন্য একটি টুইটে তিনি লেখেন, ‘‘আপনারা কি ভিআইপির পুরো নাম জানেন? ভেরি ইডিওটিক পার্সন।'' এভাবেই টুইট করে সতর্ক করেছেন কেন্দ্রীয় অঞ্চল পরামর্শদাতা মনোজ পারিদা। 

আম আদমি পার্টির বিধায়ক কানোয়ার সান্ধিও এই টুইটের প্রতিবাদ করে পাল্টা টুইট করেন। তাঁর দাবি, ‘‘না, নেমিং অ্যান্ড শেমিং কোনও সভ্য সমাজে করা হয় না। একটি আইন এনে ওঁদের জরিমানা করুন ও শাস্তি দিন।''
করোনা আক্রান্ত স্থানের মধ্যে ‘রেড জোন'-এর মধ্যে রাখা হয়েছে চণ্ডীগড়কে। ওই কেন্দ্রশাসিত অঞ্চলে ৩৩ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে।

মনোজ পারিদা পুলিশের কাছ থেকে নামের তালিকা চেয়েছেন। এবং সেই নাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার কথা জানিয়েছেন।

বুধবার এক বৈঠকের পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘এটা দুর্ভাগ্যের যে লোকে এখনও প্রাতঃভ্রমণ ও সান্ধ্য ভ্রমণে যাচ্ছেন।''

Advertisement

সোমবার চণ্ডীগড়ের পুলিশ ৪০০ জন প্রাতঃভ্রমণকারীকে আটক করেছে। সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে তাঁদের অনেকেরই বিরুদ্ধে ১৮৮ ধারায় মামলা রুজু করা হয়েছে।

জানা যাচ্ছে, যাঁদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে তাঁরা পঞ্জাব ও হরিয়ানার আমলা। 

Advertisement
Advertisement