தமிழில் படிக்க हिंदी में पढ़ें Read in English
This Article is From Mar 03, 2020

করোনা ভাইরাসের আতঙ্কে মিলান ২০২০ মহড়া স্থগিত রাখল নৌসেনা

১৯৯৫ সালে শুরু হয় দ্বিবার্ষিক বহুপাক্ষিক এই নৌমহড়া, বিশাখাপত্তনমে মিলানের (MILAN) মহড়ার কথা ছিল ১৮ থেকে ২৮ মার্চ

Advertisement
অল ইন্ডিয়া Edited by

মিলান ২০২০ তে অংশগ্রহণের ইচ্ছাপ্রকাশ করেছিল সারা বিশ্বের নৌবাহিনী

নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্কের জেরে মিলান ২০২০ (Milan 2020) এর মহড়া বাতিল করে দিল ভারতীয় নৌসেনা (Indian Navy), ১৮-২৮ মার্চ বিশাখাপত্তনমে মহড়া হওয়ার কথা ছিল মিলান ২০২০ এর। সরকারিভাবে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “জানানো হচ্ছে যে, বহুপাক্ষিক নৌবহর মিলান ২০২০ এর মহড়া হওয়ার কথা ছিল ২০২০ এর ১৮ থেকে ২৮ মার্চ বিশাখাপত্তনমে, সমস্ত অংশগ্রহণকারীর সুরক্ষা বিবেচনা করে এবং করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার জেরে জারি হওয়া নিষেধাজ্ঞার কারণে তা বাতিল করা হয়েছে”।

তাদের তরফে আরও জানানো হয়েছে, “মিলান ২০২০, উৎসাহী প্রতিক্রিয়া মিলেছে, নৌসেনার প্রতি বিশ্বজুড়ে অংশগ্রহণের ইচ্ছেপ্রকাশ করা হয়েছে, এই নিয়ে প্রতিরক্ষা, ভারতীয় নৌসেনা অন্য একটি তারিখে তার মহড়া অনুষ্ঠিত করবে”।

বিবৃতিতে আরও বলা হয়েছে, “ভারতীয় নৌসেনা কাছের এবং দূরের নৌবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছে, মিলান ২০২০ তে অংশগ্রহণের আমন্ত্রণ গ্রহণের জন্য, এই অনুষ্ঠান করার সমর্থন জোগানোর জন্য”।

Advertisement

১৯৯৫ সালে শুরু হয় দ্বিবার্ষিক বহুপাক্ষিক এই নৌমহড়া, বিশাখাপত্তনমে মিলানের (MILAN) মহড়ার কথা ছিল ১৮ থেকে ২৮ মার্চ

সোমবার, ভারতে নতুন করে দুজনের শরীরে করোনা ভাইরাস মিলেছে, তাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা, সরকারের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, তাদের তরফে এই ভাইরা রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। এখনও পর্যন্ত সারা বিশ্বে ৩,০০০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাজস্থানের জয়পুরে এক ইতালিয় নাগরিকের শরীরে করোনা ভাইরাস মিলেছে।

Advertisement
Advertisement