This Article is From Apr 23, 2020

কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধির হার রৈখিক, জানাল সরকার

একটি সুখবর শুনিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা জানাচ্ছে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৮টি জেলায় গত ১৪ দিন কোনও সংক্রমণ ধরা পড়েনি।

কোভিড-১৯ সংক্রমণের বৃদ্ধির হার রৈখিক, জানাল সরকার

Coronavirus Cases India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২১,৩০০ ছাড়িয়েছে।

New Delhi:

দেশে কোভিড-১৯ (COVID-19) সংক্রমণ বাড়ার ক্ষেত্রটি রৈখিক। তাৎপর্যপূর্ণ নয়। এদিন কেন্দ্রীয় সরকারের তরফে একথা জানানো হয়েছে। সরকারের তরফে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১,৪০৯ জন আক্রান্ত হয়েছেন করোনায়। মারা গিয়েছেন ৪১ জন। সব মিলিয়ে ২১,৮৯৩ জন আক্রান্ত। মৃত ৬৮১। আইসিএমআর-এর  (ICMR) ডিরেক্টর-জেনারেল বলরাম ভার্গভ জানিয়েছেন, ‘‘এই পর্বে আমরা সেখানেই আছি যেখানে এক মাস আগে ছিলাম। পরিস্থিতি খুব একটা নিম্নগতির হয়নি। ৪ থেকে ৪.৫ শতাংশ মানুষের পরীক্ষার ফল পজিটিভ এসেছে।'' আইসিএমআর-এর দেওয়া তথ্য অনুযায়ী ২২ মার্চ পর্যন্ত ১৬,১০৯ জনের শরীরে পরীক্ষা করে ৩৪১ জনের শরীরে করোনা সংক্রমণ মিলেছিল। সংক্রমণের হার ছিল ২.১১ শতাংশ।

Exclusive: ধাপে ধাপে তুলে নেওয়া উচিত লকডাউন, জানালেন মুখ্যমন্ত্রী

নিয়মিত পরিস্থিতি সম্পর্কে জানানোর সময় সরকারের তরফে জানানো হয়, সুস্থতার হারও বেড়েছে ১৯.৮৯ শতাংশ। ৪,২৫৭ জনকে এখনও পর্যন্ত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহেই এই হার ছিল ৯.৯৯ শতাংশ। এর মধ্যেই তা এতটা বেড়ে গিয়েছে।

আরও একটি সুখবর শুনিয়েছে কেন্দ্রীয় সরকার। তারা জানাচ্ছে ২৩টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৭৮টি জেলায় গত ১৪ দিন কোনও সংক্রমণ ধরা পড়েনি। এর মধ্যে ১২টি জেলা এমনও রয়েছে যেখানে গত ২৮ দিন কোনও সংক্রমণের ঘটনা নজরে আসেনি।

সরকারি তথ্য থেকে সংক্রমণ দ্বিগুণ হওয়ার হারও লক্ষ করা যাচ্ছে। সোমবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশব্যাপী লকডাউনের আগে যেখানে ৩.৪ দিনে সংক্রমণ দ্বিগুণ হচ্ছিল, সেখানে এখন লাগছে ৭.৫ দিন।

বলরাম ভার্গভ আরও জানিয়েছেন, ‘‘আমরা সংক্রমণ কমাতে সক্ষম হয়েছি। তার ছড়িয়ে পড়া এবং দ্বিগুণ হওয়ার পরিমাণও কমানো সম্ভব হয়েছে। পরীক্ষার পরিমাণও বাড়ানো গিয়েছে।''

দেশের সামগ্রিক  করোনা সংক্রমণের ৪৮ শতাংশই মহারাষ্ট্র, গুজরাত ও দিল্লিতে ঘটেছে। ওই তিন রাজ্যে ২,০০০ ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫,৫০০।

.