This Article is From Mar 26, 2020

আন্তর্জাতিক উড়ান বাতিলের সময়সীমা বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

Coronavirus India update: ৩১ মার্চ পর্যন্ত বাতিল দেশী উড়ান

আন্তর্জাতিক উড়ান বাতিলের সময়সীমা বাড়ল ১৪ এপ্রিল পর্যন্ত

Coronavirus:করোনা ভাইরাসের কারণে দেশে জারি ২১ দিনের লকডাউন

নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) কারণে আন্তর্জাতিক উড়ান (International Flights) বাতিলের সময়সীমা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়েছে বলে বৃহস্পতিবার জানাল কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে লকডাউনের মধ্যেই এই সিদ্ধান্ত। আগে এক সপ্তাহেস জন্য নিষিদ্ধ করা হয়েছিল আন্তর্জাতিক উড়ান, এমনটাই জানিয়েছে অসামরিক বিমান মন্ত্রক। ৩১ মার্চ পর্যন্ত বাতিল দেশী উড়ান। ভাইরাসের সংক্রমণ ছড়ানো আটকাতে বাতিল সমস্ত ট্রেন, মেট্রো, আন্তরাজ্য বাস পরিষেবা এবং গণপরিবহন ব্যবস্থা। ভারতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬০০। বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে, দেশগুলি সীমান্তে কড়াকড়ি করায় মার খেয়েছে বিমান পরিবহন, পাশাপাশি নিষিদ্ধ করা হয়েছে বিদেশি নাগরিকদের পর্যটন।

.