প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, চিকিৎসকদের সুরক্ষা নিয়ে কোনও আপোষ নয় (ফাইল)
নয়াদিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus) বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার অপরাধীদের কঠোর সাজা “আমাদের পেশাদারদের সুরক্ষা সুনিশ্চিত করবে” এবং “প্রত্যেকটি স্বাস্থ্য কর্মীর” সুরক্ষা সরকারের প্রতিশ্রুতি, বুধবার এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi )। কেন্দ্রীয়মন্ত্রী প্রকাশ জাভরেকড়ের ঘোষণার পরেই, ট্যুইটে প্রধানমন্ত্রী মোদি লেখেন, “মহামারী সংক্রমণ সংশোধন অধ্যাদেশ ২০২০ প্রত্যেকটি স্বাস্থকর্মীর সুরক্ষা আমাদের সরকারের প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে। এতে আমাদের পেশাদারদের সুরক্ষা সুনিশ্চিত হবে। সুরক্ষা নিয়ে কোনও আপোষ নয়”।
স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার অপরাধে সাতবছর পর্যন্ত কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে, এদিন বিকেলে এই অধ্যাদেশ জারি হয়।
অপরাধীদের সর্বনিম্ন ৬ মাসের কারাদণ্ড হতে পারে এবং সর্বোচ্চ ৫ বছর, যদি আহতের পরিস্থিতি গুরুতর হয়, এমনকী, সাত বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে।
হামলাকারীকে যে ৫০,০০০ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে, যা হতে পারে ২ লক্ষ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত।
এদিন সকালে, কেন্দ্রীয়মন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা “বরদাস্ত নয়”, পাশাপাশি চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী, যাঁরা করোনার বিরুদ্ধে লড়াই, তাঁদের সুরক্ষার বিষয়ে আশ্বস্ত করেন।
এছাড়াও সরকারের তরফে মহামারী আইনকে “সমবর্তী আইন” করা হয়, এর অর্থ মহামারী পরিস্থিতিতে রাজ্যের এক্তিয়ারে থাকা ক্ষেত্রেও পদক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় সরকার।
মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এবং বেঙ্গালরুতে স্বাস্থ্যকর্মী এবং পুলিশকর্মীদের ওপর হামলার ঘটা ঘটেছে অবস্থায়।
এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২০,০০০ ছাড়াল, মৃতের সংখ্যা ৬৫২।