This Article is From Jul 24, 2020

সপ্তাহে দুই দিন কড়া লকডাউন! রাজ্যে ওঠানামা করবে না কোনও বিমান

সোমবার নবান্নে স্বরাষ্ট্রসচিব ঘোষণা করেছিলেন, রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে।

সপ্তাহে দুই দিন কড়া লকডাউন! রাজ্যে ওঠানামা করবে না কোনও বিমান

শনিবার ও আগামি বুধবার বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর।

কলকাতা:

শনিবার, ২৫ জুলাই ও আগামি বুধবার ২৯ জুলাই ফের একবার কড়া লকডাউন (Lockdown in Bengal)। এই দুই দিন কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না। সম্পূর্ণ বন্ধ থাকবে বিমানবন্দর। শুক্রবার এই খবর জানিয়েছে নবান্নের একটি সূত্র। সপ্তাহে দুদিন লকডাউন; নতুন এই বিধি আরোপের প্রথম দিন ছিল বৃহস্পতিবার। এই দিন বেশ সক্রিয় ছিল প্রশাসন। সরকারের আহ্বানে সাড়া দিয়ে ঘরবন্দি ছিল রাজ্যবাসী। চলতি সপ্তাহে আবার শনিবার এই কড়া লকডাউন সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বলবৎ থাকবে। তার আগের দিন এই খবর জানাল নবান্ন। সোমবার নবান্নে স্বরাষ্ট্রসচিব ঘোষণা করেছিলেন, রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। এই সংক্রমণ রুখতে আগামি ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে দুই দিন কড়া লকডাউন বলবৎ থাকবে রাজ্যে। সেই ঘোষণার পর চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লাগু করা হয়েছে এই লকডাউন। পরের সপ্তাহে বুধবার পালিত হবে লকডাউন। আরও একটা দিন কবে, আগামি সোমবার ঘোষণা করবে নবান্ন। এমনটাই সূত্রের খবর।

এদিকে, রাজ্যে এখনও পর্যন্ত সংক্রমিত ৫১,৭৫৭। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২০০০।  ক্রমশই যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে করোনা ভাইরাস, তাই প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক শুক্রবার সকালে যে পরিসংখ্যান তুলে ধরেছে তাতে দেখা যাচ্ছে যে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৪৯,৩১০ জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১২,৮৭,৯৪৫ জন করোনার কবলে পড়েছে এদেশে। পাশাপাশি ৩০,০০০ এরও বেশি মানুষের প্রাণ কেড়েছে কোভিড- ১৯। বৃহস্পতিবার সারা দিনে ৭৪০ জন করোনা রোগীর মৃত্যুর খবর মিলেছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রে। প্রতিদিনই সেখানে নতুন করে আরও বহু মানুষ এই রোগের শিকার হচ্ছেন।

সারা দেশের মতো পশ্চিমবঙ্গেও পাল্লা দিয়ে সংক্রমণ ছড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায়, শুক্রবার সকাল পর্যন্ত রাজ্য জুড়ে নতুন করে ২,৪৩৬ জন করোনা আক্রান্ত হয়েছে, এর মধ্যে শুধু কলকাতাতেই আক্রান্তের সংখ্যা ৭৯৫। বৃহস্পতিবার সারাদিনে ৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, এর মধ্যে কলকাতাতে মৃত্যু হয়েছে ১৯ জনের। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দৈনিক হারে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সন্ধান মিলছে শহর কলকাতায়। তবে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। গত ২৪ ঘণ্টায় ওই জেলায় ৫৪৫ জন করোনা রোগীর সন্ধান মিলেছে। এদিকে হাওড়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৩০৩ জন। ফলে রাজ্যের মানুষের মধ্যে উদ্বেগ ক্রমশই বাড়ছে।

.