বিজেপি কোনও সাম্প্রদায়িক বিভাজন করছে না বলে দাবি প্রকাশ জাভড়েকরের। (ফাইল)
হাইলাইটস
- সনিয়া গান্ধি বলেছিলেন, বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতির মারাত্মক ক্ষতি করছে
- কোনও সাম্প্রদায়িক বিভাজন করছে না বিজেপি, দাবি প্রকাশ জাভড়েকরের
- তিনি সনিয়া গান্ধিকে ‘সস্তার রাজনীতি’ করতে বারণ করলেন
নয়াদিল্লি: বিজেপি (BJP) সাম্প্রদায়িক বিদ্বেষের ভাইরাস ছড়াচ্ছে, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধির (Sonia Gandhi) এমন মন্তব্যের সূত্রে তাঁকে আক্রমণ করল গেরুয়া শিবির। বিজেপির অভিযোগ, ‘সস্তার রাজনীতি' করছেন সনিয়া। এদিন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, ‘‘আমরা সাম্প্রদায়িক বিভাজন করছি না। আমরা একসঙ্গে কোভিড-১৯-এর (COVID-19) বিরুদ্ধে লড়াই করছি। তাঁর কাছে আমাদের অনুরোধ সস্তার রাজনীতি করবেন না। ক্ষুদ্র রাজনীতি করা তাঁদের উচিত নয়।'' কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে সনিয়া গান্ধি বলেছিলেন, বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতির মারাত্মক ক্ষতি করছে, যখন সকলের একসঙ্গে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার কথা।
‘অপমানিত' মুখ্যমন্ত্রী রাজ্যপালকে মনে করালেন তিনি ‘মনোনীত'
তিনি বলেছিলেন, "আমরা প্রত্যেকেই ভারতীয়। যখন দেশের এই পরিস্থিতিতে আমাদের একজোট হয়ে করোনা ভাইরাসের মোকাবিলা করা উচিত, বিজেপি তখন সাম্প্রদায়িকতা ও হিংসার ভাইরাস ছড়াচ্ছে। কিছুদিন ধরেই দেখা যাচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে ভাবমূর্তি রয়েছে তার অত্যন্ত অবনতি হয়েছে।''
তিনি আরও জানিয়েছিলেন, ‘‘বিজেপি সাম্প্রদায়িক সম্প্রীতির মারাত্মক ক্ষতি করছে। আমাদের দল সেই ক্ষতিকে সারিয়ে তুলতে কঠোর পরিশ্রম করবে।''
নমুনা পরীক্ষার মাত্রা নিয়ে উদ্বেগ! মুখ্যমন্ত্রীকে চিঠি চিকিৎসক সংগঠনের
সেই ভিডিও বৈঠকে ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি ও অন্যান্য শীর্ষস্থানীয় কংগ্রেস নেতারা।
সনিয়া বলেছিলেন, গত তিন সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে। তিনি এও বলেন, তিনি লকডাউন শুরু হওয়ার পর একাধিক বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে নানা পরামর্শ দিয়েছেন।
সেই বৈঠকে কমিটির তরফে মতামত জানানো হয়, দেশ যখন কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়ছে তখন বিজেপি সাম্প্রদায়িক ভেদাভেদ করছে।
এই ধরনের সঙ্কটের সময় সকলের একসঙ্গে লড়াই করা উচিত বলে কমিটির তরফে জানানো হয়।