This Article is From May 15, 2020

গত ২৪ ঘণ্টায় মৃত ১০০ জন করোনা রোগী, আরও ৩,৯৬৭ জন নতুন করে আক্রান্ত

Coronavirus: এখনও পর্যন্ত সারা দেশে মোট ৮১,৯৭০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার মধ্যে মৃত্যু হয়েছে মোট ২,৬৪৯ জনের

গত ২৪ ঘণ্টায় মৃত ১০০ জন করোনা রোগী, আরও ৩,৯৬৭ জন নতুন করে আক্রান্ত

COVID- 19: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেশে লাগাতার বেড়েই চলেছে

হাইলাইটস

  • সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে
  • ১৭ মে তারিখের পরেও লকডাউন জারি থাকবে, ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী
  • করোনা পরিস্থিতির মোকাবিলায় ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা হয়েছে
নয়া দিল্লি:

গত ২৪ ঘণ্টায় মৃত ১০০ জন করোনা (Coronavirus Death) রোগী, আরও ৩,৯৬৭ জন নতুন করে বাসা বাঁধল ওই মারণ রোগ (Coronavirus), সারা দেশে মোট ৮১,৯৭০ জন আক্রান্ত হয়েছেন কোভিড ১৯ (COVID- 19) এ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবার সকাল পর্যন্ত দেওয়া পরিসংখ্যান অনুসারে, ভারতে করোনায় ভুগে মৃত্যু হয়েছে মোট ২,৬৪৯ জনের। তবে এখনও পর্যন্ত ওই রোগে আক্রান্ত হয়েও সুস্থতার পথে ফিরে গেছেন বহু মানুষ। ২৭,৯২০ জন মানুষ ভয়ঙ্কর সংক্রামক করোনার কবলে পড়েও চিকিৎসা সহায়তায় এখন ভালো আছেন ও পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। করোনা ভাইরাস থেকে বাঁচতে দেশে গত ২৫ মার্চ থেকে লকডাউন জারি করা হয়। তবে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঙ্গিত দিয়েছেন যে, আগামী ১৭ মে তারিখের পরেও উঠছে না লকডাউন। ১৮ মে থেকে দেশে জারি হবে লকডাউন ৪.০।

তবে লকডাউন (Lockdown 4.0) জারি রেখেই বিভিন্ন জায়গায় করোনা ভাইরাসের সংক্রমণের প্রবণতা বিবেচনা করে কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার কথাও বিবেচনা করছে কেন্দ্র। ধীরে ধীরে স্বাভাবিক পথে ফিরতেই হবে, তাই প্রথমেই শিথিল করা হতে পারে বিমান ও স্থানীয় পরিবহণগুলো চলাচলে জারি রাখা নির্দেশিকা। 

লকডাউন ৪.০: নির্বাচিত এলাকার মধ্যে চলতে পারে বিমান, বাস ও স্থানীয় পরিবহণ

স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, লকডাউন ৪.০ এর সময় যাত্রীসংখ্যা সীমিত রেখে শুরু করা হতে পারে বাস, ট্যাক্সি ও অটো পরিষেবাও, তবে সব যানবাহনই চলবে করোনা ভাইরাসের হটস্পট নয় এমন জায়গাতেই। মূলত নন-কনটেইনমেন্ট জোনগুলিতেই চলাচল করবে সেগুলো। জানা গেছে, সরকার আগামী সপ্তাহ থেকেই দেশের মধ্যে বিমান পরিষেবা শুরু করার পরিকল্পনাও করছে।

স্টেশনে বিস্কুটের প্যাকেটের জন্যে কাড়াকাড়ি দেখে অবাক বলিউডের পরিচালক

করোনা পরিস্থিতি নিয়ে বিল গেটসের সঙ্গে বৃহস্পতিবার আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই মহামারীর মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণা সহ  বৈশ্বিক সমন্বয়ের গুরুত্ব নিয়েও আলোচনা করেন তাঁরা। প্রধানমন্ত্রী এবিষয়ে টুইটারে লেখেন,"@BillGates এর সঙ্গে অনেকক্ষণ ধরে আলাপ-আলোচনা করলাম। করোনা ভাইরাসের বিরুদ্ধে কীভাবে লড়াই করছে ভারত তা নিয়ে যেমন আলোচনা করেছি তেমনই কোভিড- ১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে @gatesfoundation এর কাজ নিয়েও আলোচনা করেছি। পাশাপাশি এই পরিস্থিতিতে প্রযুক্তির ভূমিকা, বিভিন্ন গবেষণা এবং এই মহামারী নিরাময়ের জন্য ভ্যাকসিন তৈরির বিষয় নিয়েও আলোচনা হয়েছে আমাদের মধ্যে"।

এদিক বৃহস্পতিবার মধ্যপ্রদেশ-মহারাষ্ট্র সীমান্তে অবস্থিত সেন্দওয়া শহরে পরিযায়ী শ্রমিকরা রীতিমতো হিংস্র হয়ে ওঠেন। সেখানকার ন্যাশনাল হাইওয়েতে যানজট থাকায় তাঁরা দীর্ঘক্ষণ আটকে থাকায় ক্ষোভ উগরে দেন মধ্যপ্রদেশ সরকারের উপর। শেষপর্যন্ত হাইওয়ে ধরেই হাঁটতে শুরু করেন তাঁরা। পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, মধ্যপ্রদেশ সরকার তাঁদের জন্যে কোনও খাবার বা পরিবহণের বিকল্প ব্যবস্থা করেনি।

.