தமிழில் படிக்க Read in English
This Article is From Apr 07, 2020

দেশ জুড়ে করোনা আতঙ্ক, মৃত ১১৪, মোট আক্রান্ত ৪,৪২১, ছড়াচ্ছে সংক্রমণ

Coronavirus Outbreak: সংক্রমণের এই হার যদি অব্যাহত থাকে, তাহলে ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে যাবে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Coronavirus In India: ভারতে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা

Highlights

  • দেশে করোনা সংক্রমণ বেড়েই চলেছে, তাই ছড়াচ্ছে আতঙ্কও
  • গত ২৪ ঘণ্টায় আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন
  • দেশে মোট করোনা আক্রান্ত ৪,৪২১ জন, সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা
নয়া দিল্লি:

দেশ জুড়ে করোনা আতঙ্ক (Coronavirus), গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হওয়ায় এখনও পর্যন্ত ভয়ঙ্কর ওই রোগে (Coronavirus In India) মৃত মোট ১১৪ জন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যাও। সরকারি পরিসংখ্যান অনুসারে দেশে বর্তমানে মোট করোনা আক্রান্ত ৪,৪২১। তবে এই সংক্রমণ ক্রমশই আরও ছড়াচ্ছে। সোমবার একটি সরকারি পরিসংখ্যানে দেখানো হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ বর্তমানে যে হারে ছড়াচ্ছে ঠিক এই হারই যদি অব্যাহত থাকে, তাহলে আগামী ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে যাবে। তথ্য মতে ভারতে মোট করোনা আক্রান্তের (Coronavirus Outbreak) মধ্যে এক হাজারেরও বেশি রোগী বা এদেশে করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য।

মহারাষ্ট্রে ক্রমশই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আতঙ্ক বাণিজ্যনগরীতেও

গত মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকায় ইসলামী সম্প্রদায় তাবলিগ-ই-জামাত একটি বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে যাতে যোগ দেন বহু বিদেশিও। ওই জমায়েত থেকেই করোনা সংক্রমণ হু-হু করে ছড়িয়ে পড়ে গোটা দেশে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে কথা জানিয়েছে তা শুনে শিউরে উঠবেন সবাই। স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতে প্রতি ৪.১ দিন পরেই দ্বিগুণ হচ্ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা, যা একটা বড়সড় বিপদ সংকেত হিসাবেই দেখছেন অনেকে। যেখানে নিজামুদ্দিনের ওই ধর্মীয় সমাবেশ থেকে সংক্রমণ না ছড়ালে করোনা বৃদ্ধির হার যথেষ্ট কম ছিল। সেই সময় প্রতি ৭.৪ দিন অন্তর দ্বিগুণ হচ্ছিল আক্রান্তের সংখ্যা।

Advertisement

করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত ১ রেলকর্মী, কোয়ারান্টাইনে ২৪ জন

এদিকে মোদি সরকার এই মারণ ভাইরাসের সংক্রমণ যাতে খুব বেশি না ছড়ায় সেই লক্ষ্যে ২১ দিনের লকডাউন জারি করেছে দেশে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত আপাতত চলবে এই পরিস্থিতি। তবে ১৪ এপ্রিলের পরে লকডাউনের মেয়াদ আরও বাড়বে কিনা সে ব্যাপারে নিশ্চিত করে এখনও কিছু জানা যায়নি। সোমবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে করোনা পরিস্থিতির দিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। "লকডাউনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে তা সঠিক সময়েই ঘোষণা করা হবে", বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

Advertisement
Advertisement