Coronavirus Outbreak: দেশের মধ্যে করোনার জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র
মুম্বই: মারাঠাভূমিতে এখন আতঙ্কের একটাই নাম, করোনা ভাইরাস (Coronavirus)। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি সবচেয়ে বেশি হারে যে রাজ্যে করোনা সংক্রমণ (Coronavirus Outbreak) ছড়াচ্ছে তা হল মহারাষ্ট্র। ওই রাজ্যে (Maharashtra) নতুন করে মারণ রোগে আক্রান্ত হয়েছেন ১২০ জন। বাড়ছে মৃত্যু মিছিলও, COVID-19 এর আক্রমণে উদ্ধব রাজত্বে আরও ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। সরকারি পরিসংখ্যান মতে, মোট ৮৬৮ জন আক্রান্ত করোনা ভাইরাসে, যা এখনও পর্যন্ত দেশের অন্যান্য রাজ্যের থেকে অনেকটাই বেশি। আর বাণিজ্যনগরী মুম্বই? বছরভর যে শহর (Mumbai) মানুষের ব্যস্ততায় সরগরম থাকে, এই সময় যেন সেখানে শ্মশানের নিস্তব্ধতা। কারণ মহারাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি যে জায়গায় থাবা বসিয়েছে করোনা, সেই জায়গাটি হল মুম্বই। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৫২৬, এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৪ জনের।
এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসের প্রভাবে। এখনও পর্যন্ত ভারতে ভয়ঙ্কর ওই রোগে মৃত মোট ১১৪ জন। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে বর্তমানে মোট করোনা আক্রান্ত ৪,৪২১। তবে এই সংক্রমণ ক্রমশই আরও ছড়াচ্ছে।
দেশ জুড়ে করোনা আতঙ্ক, মৃত ১১৪, মোট আক্রান্ত ৪,৪২১, ছড়াচ্ছে সংক্রমণ
এক পরিসংখ্যান দেখলে আপনিও চমকে উঠবেন। শুধু মহারাষ্ট্রেই করোনা আক্রান্ত সন্দেহে মানুষজনের শরীর থেকে সংগৃহীত মোট ১৭৫৬৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে অবশ্য ১৫৮০৮ টি নমুনার ফল নেতিবাচক হয়েছে আর ৮৬৮ টি করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছে।
করোনায় আক্রান্ত হয়ে শিলিগুড়িতে মৃত ১ রেলকর্মী, কোয়ারান্টাইনে ২৪ জন
সরকার বলছে, দিল্লির নিজামুদ্দিন এলাকার মসজিদের ধর্মীয় সমাবেশের পর থেকেই দেশে দ্রুত হারে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। ভারতে মোট করোনা আক্রান্তের মধ্যে এক হাজারেরও বেশি রোগী বা এদেশে করোনা সংক্রমণের মোট সংখ্যার প্রায় ৩০ শতাংশই তাবলিগ-ই-জামাতের সদস্য, জানাচ্ছে একটি সরকারি পরিসংখ্যান। গত মাসে দিল্লির নিজামুদ্দিন এলাকায় ইসলামী সম্প্রদায় তাবলিগ-ই-জামাত একটি বিরাট ধর্মীয় সমাবেশের আয়োজন করে যাতে যোগ দেন বহু বিদেশিও। ওই জমায়েত থেকেই করোনা সংক্রমণ হু-হু করে ছড়িয়ে পড়ে গোটা দেশে।
মহারাষ্ট্রেও ছড়িয়ে পড়েছে তাবলিগ সদস্যরা। এখনও পর্যন্ত সে রাজ্যে নিজামুদ্দিন মার্কাজের ধর্মীয় সমাবেশ ফেরত মোট ৮ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে এই সংক্রমণের আশঙ্কা আরও বাড়ছে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)