This Article is From May 13, 2020

২৪ ঘণ্টায় করোনায় ভুগে ১২২ জনের মৃত্যু, দেশ জুড়ে মোট আক্রান্ত ৭৪,২৮১ জন

Coronavirus: এখনও পর্যন্ত ভারতে কোভিড- ১৯ এর কারণে মারা গেছে ২,৪১৫ জন, গত ২৪ ঘণ্টায় ৩,৫২৫ জন নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছে

২৪ ঘণ্টায় করোনায় ভুগে ১২২ জনের মৃত্যু, দেশ জুড়ে মোট আক্রান্ত ৭৪,২৮১ জন

Coronavirus India: দেশে করোনা ভাইরাসের সংক্রমণ লাগাতার বেড়ে চলেছে (ফাইল চিত্র)

হাইলাইটস

  • দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে
  • সব মিলিয়ে এখনও পর্যন্ত ভারতে ওই রোগে আক্রান্ত হয়েছেন মোট ৭৪,২৮১ জন
  • ওই মারণ রোগে এদেশে ২,৪১৫ জনের প্রাণ কেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক
নয়া দিল্লি:

করোনা (Coronavirus) সংক্রমণের গতি রুখতে লাগাতার চেষ্টা করা হলেও কিছুতেই যেন বশে আনা যাচ্ছে না ওই ভয়ঙ্কর সংক্রামক রোগটিকে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান মতে, বুধবার সকাল পর্যন্ত দেশ জুড়ে (Coronavirus India) মোট করোনা আক্রান্ত ৭৪,২৮১ জন। গত একদিনে পাল্লা দিয়ে বেড়েছে করোনা (COVID- 19) সংক্রমণ ও তার জেরে মৃত্যু। ২৪ ঘণ্টায় করোনায় ভুগে ১২২ জনের মৃত্যু হয়েছে এবং ৩,৫২৫ জন নতুন করে ওই মারণ রোগে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, দেশে সক্রিয় কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা ৪৭,৪৮০ জন এবং এপর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ২৪,৩৮৬ জন। এদিকে করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি লকডাউনের মেয়াদ আরও বাড়ানোর ব্যাপারে ইঙ্গিত দেন। 

তবে প্রধানমন্ত্রী মোদি করোনার জেরে হওয়া আর্থিক পরিস্থিতির দৈন্যদশা থেকে ঘুরে দাঁড়াতে ২০ লক্ষ কোটি টাকার একটি আর্থিক প্যাকেজও ঘোষণা করেন। ১৭ মে তারিখের পর ফের “লকডাউন ৪” এর ঘোষণা হলেও এবারে এর বিধিনিষেধ একেবারে অন্যরকমের হবে বলেও ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী।

ব্রিটেনকে অনুসরণ করেই আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী মোদি

দেশের মধ্য়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে যে রাজ্যের তা হল মহারাষ্ট্র। সেখানে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার এক হাজারেরও বেশি নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে সেখানে। সব মিলিয়ে উদ্ধব ঠাকরের রাজত্বে মোট করোনা আক্রান্ত ২৪,৪২৭ জন। মহারাষ্ট্রের পরেই করোনা আক্রান্তের হিসাবে তালিকায় আছে গুজরাট, তামিলনাড়ু এবং দিল্লি।

মহারাষ্ট্রের মধ্যে আবার সবচেয়ে বেশি যে শহরটিতে কোভিড- ১৯ বাসা বেঁধেছে তা হল মুম্বই। গোটা দেশের প্রায় ১৭ শতাংশ করোনা রোগী এখন বাণিজ্য নগরীতেই। মঙ্গলবারই এই শহরে প্রায় ৩০ জন মারা যাওয়ার ঘটনায় উদ্বেগ আরও বেড়েছে। মহারাষ্ট্রে যত মানুষের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার মধ্যে ৬০ শতাংশই হয়েছে মুম্বইয়ে। মৃত্যুর শহর হয়ে উঠেছে এটি। আরও উদ্বেগজনক বিষয় হ'ল মুম্বইয়ের নতুন নতুন এলাকায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে।

অর্থনৈতিক প্যাকেজ, লকডাউন সম্পর্কিত বিবরণ নিয়ে বিরোধীদের তোপের মুখে প্রধানমন্ত্রী

২৫ মার্চ থেকে ভারতে টানা লকডাউন চলছে। আগামী ১৭ মে তার মেয়াদ শেষের কথা থাকলেও মঙ্গলবারই প্রধানমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, এই পরিস্থিতিতে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো ছাড়া উপায় নেই। তবে তিনি একথাও বলেছেন যে এবারের লকডাউনে বিধিনিষেধের নির্দেশিকায় বেশ কিছু অদলবদল আসবে। পাশাপাশি দেশের মানুষের আর্থিক সহায়তায় ২০ লক্ষ কোটি টাকার একটি প্যাকেজও ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

বিশেষ আর্থিক প্যাকেজের ঘোষণা করে তিনি বলেন, "এই আর্থিক প্যাকেজ আত্মনির্ভর ভারতকে এগিয়ে দেবে। সমস্ত প্যাকেজ জুড়লে ২০ লক্ষ কোটি টাকার মতো হবে। যা দেশের জিডিপির প্রায় ১০ শতাংশ। ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ আত্মনির্ভর ভারত অভিযানকে নতুন গতি দেবে।" এই প্যাকেজে জমি-শ্রমিক সবকিছুর উপরই নজর দেওয়া হয়েছে। মধ্যবিত্তের জন্যেই এই প্যাকেজ।

প্রধানমন্ত্রী এও দাবি করেছেন, "এই প্যাকেজ কৃষি, এমএসএমই, মধ্যবিত্ত, শ্রমিক সব শ্রেণীর জন্য। আমাদের মনে রাখতে হবে আত্মনির্ভরতা মানে আত্ম-কেন্দ্রিকতা নয়। এতদিন আমাদের গরিব, দুঃস্থ শ্রমিক, মৎস্যজীবী, কৃষকবন্ধুরা, যারা এই সঙ্কটে কষ্ট করেছেন, তাঁদের কষ্ট লাঘব করতেই এই প্যাকেজ"।

.