Coronavirus in India: দেশে বহু মানুষ চিকিৎসা সহায়তায় সুস্থও হয়ে উঠছেন
হাইলাইটস
- ভারতে করোনা আক্রান্ত রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র
- এদিকে বিশ্ব তালিকায় করোনা সংক্রমণের বিচারে ৩ নম্বরে ভারত
- দেশে এপর্যন্ত মোট ১৮,৫৫,৭৪৫ জন করোনায় আক্রান্ত হয়েছে, মৃত ৩৮,৯৩৮
নয়া দিল্লি: মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫২,০৫০ জন করোনা (Coronavirus) পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। ফলে ভারতে এখনও পর্যন্ত মোট কোভিড -১৯ আক্রান্তের (Coronavirus in India) সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮,৫৫,৭৪৫ এ। পাল্লা দিয়ে বেড়েছে মৃত্যুও। গত একদিনে দেশে আরও ৮০৩ জনের প্রাণ কেড়েছে করোনা ভাইরাস। দেশে এপর্যন্ত মোট ৩৮,৯৮৩ জন করোনা (Covid-19) রোগীর মৃত্যু হয়েছে। তবে স্বাস্থ্য মন্ত্রকের করোনা থেকে সুস্থ হওয়ার পরিসংখ্যান আশা জাগাচ্ছে মনে। সারা দেশে মোট ১২,৩০,৫০৯ জন করোনা রোগী সুস্থ জীবনে ফিরে গেছেন। এই পুনরুদ্ধারের হার বেড়ে এখন ৬৬.৩০ শতাংশে পৌঁছেছে।
৫ অগাস্ট ভূমিপুজো, লকডাউন প্রত্যাহার করতে হবে তৃণমূলকে, দাবি দিলীপ ঘোষের
এদিকে করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে পারলেন না কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও। মঙ্গলবার তিনি টুইট করে জানিয়েছেন যে তিনি করোনা পজিটিভ হিসাবে ধরা পড়েছেন। শুধু আমজনতা নয়, করোনা থেকে রেহাই পাচ্ছেন না দেশের তাবড় তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বও। এমনকী উত্তরপ্রদেশ সরকারের এক মন্ত্রীরও প্রাণ কেড়েছে করোনা ভাইরাস।
কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ও তাঁর মেয়ে দুজনেই করোনা পজিটিভ
সংক্রমণের হিসাবে বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরেই তৃতীয় স্থানে রয়েছে ভারত। দিনে দিনে এদেশে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে।
সোমবারই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ ছাড়িয়ে যায়। ওইদিন একদিনে ৫২,৯৭২ জন নতুন করোনা রোগীর সন্ধান মিলেছে। চলতি বছরের জানুয়ারিতে কেরলে প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে। তারপর থেকে দেশের বিভিন্ন প্রান্তে নিজের দাপট দেখাচ্ছে ওই মারণ ভাইরাস। প্রথম করোনা আক্রান্তের সন্ধান পাওয়ার পর তার মাত্র ১৮৬ দিনের মধ্যে দেশে এই রোগে আক্রান্তের সংখ্যা ১৮ লক্ষ পেরিয়ে গেছে। প্রথম ১ লক্ষ সংক্রমণ হতে সময় লেগেছিল ১১০ দিন। তারপরেই ঝড়ের গতিতে সংক্রমণ বেড়েছে। শুধু জুলাই মাসেই দেশে মোট করোনা আক্রান্তের ৬০ শতাংশেরও বেশি সংক্রমণ ঘটে। পাশাপাশি এতদিন পর্যন্ত দেশে যতজন মানুষের করোনার কারণে মৃত্যু হয়েছে তার মধ্যে ৫০ শতাংশেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে গত মাসেই।
দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রের মানুষ। তারপরেই রয়েছে তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ।