Coronavirus India: প্রায় ৪.৭৬ লক্ষ মানুষ এখনও পর্যন্ত এই রোগের সঙ্গে যুঝে সুস্থ হয়েছেন
হাইলাইটস
- দেশে আনলক পর্ব শুরু হওয়ার পর থেকে আরও দ্রুত ছড়াচ্ছে করোনার সংক্রমণ
- ভারতে মোট ৭,৬৭,২৯৬ জন মানুষ এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে
- মোট ২১,১২৯ জনের প্রাণ কেড়েছে কোভিড- ১৯
নয়া দিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ কমার তো কোনও লক্ষণই নেই, বরং যত দিন যাচ্ছে ততই যেন নিজের শক্তি বাড়াচ্ছে ওই মারণ ভাইরাস। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বৃহস্পতিবার সকালে যে পরিসংখ্যান দিয়েছে, গত ২৪ ঘণ্টার মধ্যে আরও ২৪,৮৭৯ জন (Coronavirus Cases in India) নতুন করে সংক্রমিত হয়েছে। এখনও পর্যন্ত ভারতে একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের সন্ধান মিলল বৃহস্পতিবারই। কোভিড- ১৯ মহামারী (Covid- 19 Pandenic) রূপে দেখা দেওয়ার পর থেকে আজ পর্যন্ত এদেশে প্রায় ৪.৭৬ লক্ষ মানুষ সুস্থ হয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, এখনও পর্যন্ত মোট ২১,১২৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত একদিনে ৪৮৭ জন করোনা রোগী মারা গেছে।
ক্রমশ খারাপ হচ্ছে বাংলার করোনা পরিস্থিতি, একদিনের মধ্যে ২৫ জনের মৃত্যু
বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশে করোনা থেকে পুনরুদ্ধারের হার বেড়ে দাঁড়িয়েছে ৬২.০৮ শতাংশে। এদিকে প্রতিদিনই বেশ বড় সংখ্যায় করোনা টেস্ট হচ্ছে। এই পরীক্ষার মধ্যে করোনা পজিটিভ পাওয়ার অনুপাতের গড় ৯.৩১ শতাংশে এসে দাঁড়িয়েছে।
কনটেইনমেন্ট জোনে আপাতত সাতদিন লকডাউন, প্রয়োজনে পরে বাড়াবো: মুখ্যমন্ত্রী
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে (৩০,৫৪,৬৯৫)। তারপরেই রয়েছে ব্রাজিল (১৭,১৩,১৬০)। এই দেশ দুটোর পরেই করোনা আক্রান্তের হিসাবে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত।