এদিন সকালে আরও দু’জনের শরীরে ধরা পড়ে করোনা-সংক্রমণ, তাঁরা নাগপুরের বাসিন্দা।
হাইলাইটস
- মহারাষ্ট্রে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭
- এর মধ্যে ১০ জন পুণের বাসিন্দা
- সারা দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১
Pune/Nagpur: শুক্রবার মহারাষ্ট্রে (Maharashtra) আরও তিনজনের শরীরে ধরা পড়ল করোনা ভাইরাস (Coronavirus I)। এদিন পুণেতে এক ব্যক্তির শরীরে করোনার পরীক্ষা করা হলে পজিটিভ ফলাফল আসে। ওই ব্যক্তি সম্প্রতি আমেরিকায় গিয়েছিলেন বলে জানিয়েছেন ডিভিশনাল কমিশনার দীপক মাইসেকর। এর আগে এদিন সকালে আরও দু'জনের শরীরে ধরা পড়ে করোনা-সংক্রমণ। তাঁরা নাগপুরের বাসিন্দা। দু'দিন আগে নাগপুরের ৪৫ বছরের এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ পড়ার পর এদিন তাঁর স্ত্রী ও এক বন্ধুর শরীরেও মিলল সংক্রমণ। ডিভিশনাল কমিশনার সঞ্জীব কুমার একথা জানিয়েছেন।
আতঙ্কিত হবেন না, বড় জমায়েত এড়িয়ে চলুন, করোনা রুখতে মুখ্যমন্ত্রীর পরামর্শ
তিনি বলেন, ‘‘ওই ব্যক্তি আমেরিকা থেকে ফিরেছিলেন গত সপ্তাহে। সঙ্গে ছিলেন স্ত্রী ও এক বন্ধু।''
করোনা আতঙ্কে পড়ুয়াদের স্কুলে না পাঠানোর নির্দেশ সাউথ পয়েন্টের
এই নিয়ে মহারাষ্ট্রে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭। এর মধ্যে ১০ জন পুণের বাসিন্দা। মুম্বই ও নাগপুরে আক্রান্ত তিনজন করে। এছাড়া রয়েছেন থানের এক বাসিন্দা। সারা দেশে করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১।