This Article is From May 12, 2020

৭০,০০০ পেরিয়ে গেলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ২,২৯৩ জন

১৭ মে তারিখের পরেও ফের একবার বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ, তবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ নয় এমন অঞ্চলে কিছু কিছু বিধিনিষেধ আরও লাঘব করা হতে পারে

৭০,০০০ পেরিয়ে গেলো দেশে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ২,২৯৩ জন

দেশে লাগাতার বেড়ে চলেছে করোনা সংক্রমণ, এখনও পর্যন্ত মোট আক্রান্ত ৭০,৭৫৬ জন

হাইলাইটস

  • করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা লাগাতার বাড়ছে
  • বর্তমানে ভারতে করোনা আক্রান্ত মোট ৭০,৭৫৬ জন
  • ওই মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ২,২৯৩ জনের
নয়া দিল্লি:

দেখতে দেখতে দেশে ৭০,০০০ পেরিয়ে গেলো করোনা ভাইরাসে আক্রান্তের (Coronavirus cases in India) সংখ্যা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান মতে, ভারতে এখন মোট আক্রান্ত (Coronavirus) ৭০,৭৫৬ জন। ওই মারণ ভাইরাস এদেশে প্রাণ কেড়েছে মোট ২,২৯৩ জন মানুষের। গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ৮৭ জন করোনা রোগী। পাশাপাশি নতুন করে ওই সংক্রামক রোগে (COVID- 19) আক্রান্ত হয়েছেন ৩,৬০৪ জন। এদিকে সরকারি সূত্র থেকে যা ইঙ্গিত মিলছে তাতে ১৭ মে তারিখের পরেও ফের একবার বাড়ানো হতে পারে লকডাউনের মেয়াদ। তবে এবার যদি লকডাউনের মেয়াদ বাড়ানোও হয় তবে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ নয় এমন অঞ্চলে কিছু কিছু বিধিনিষেধ আরও লাঘব করা হতে পারে, সোমবার NDTV-কে জানিয়েছে সরকারি সূত্রগুলো। জানা গেছে, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে এনিয়েই বিস্তর আলাপ-আলোচনা হয়েছে।

বাগ মানছে না করোনা, তাই ১৭ মে এর পরেও বাড়তে পারে লকডাউনের মেয়াদ: সূত্র

এদিকে দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রাজ্য মহারাষ্ট্রের পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। ওই রাজ্যে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৩,৪০১ জন। শুধু মাত্র সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে ওই রাজ্যে নতুন করে আরও ১,২৩০ জন ওই মারণ রোগে আক্রান্ত হয়েছে। মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৮৬৮ জনের।

মহারাষ্ট্রের পরেই কোভিড- ১৯ সংক্রমণের বিচারে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। ওই রাজ্যে এখনও পর্যন্ত ৮,৫৪১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মোট ৫১৩ জন মারা গেছে।

প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়ে অমিত শাহের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তবে দেশে ওই রোগে আক্রান্ত হয়েও বহু মানুষ সুস্থ হয়েছেন। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশে করোনা ভাইরাস থেকে পুনরুদ্ধারের হারের পরিসংখ্যান জানিয়েছে। সেই অনুযায়ী, দেশে ওই রোগে আক্রান্ত হলেও সুস্থ হয়েছেন ৩১.৭৩ শতাংশ মানুষ। সংখ্যার হিসাবে সুস্থ হওয়া মানুষ মোট ২২,৪৫৫ জন।

আজ থেকেই কিছু কিছু যাত্রীবাহী ট্রেন পরিষেবা শুরু হচ্ছে। ইতিমধ্যেই এবিষয়ে ভারতীয় রেলের পক্ষ থেকে স্টেশন এবং সময়ের বিবরণ সহ ট্রেনের নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আপাতত ১৫ জোড়া ট্রেন চলবে, অর্থাৎ আপ-ডাউন মিলিয়ে মোট ৩০ টি ট্রেন চলার কথা। নয়া দিল্লি রেলস্টেশন থেকে ওই ট্রেনগুলি হাওড়া, মুম্বই, বেঙ্গালুরু এবং চেন্নাই সহ অন্যান্য শহরের মধ্যে চলাচল করবে।

.