This Article is From Mar 29, 2020

রাজ্যে করোনা পরীক্ষার জন্য ১০,০০০ কিট পাঠিয়েছে কেন্দ্র, বললেন রাজ্যপাল

এর আগে, আরও পরীক্ষার কিটের জন্য কেন্দ্রকে জানাবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর

রাজ্যে করোনা পরীক্ষার জন্য ১০,০০০ কিট পাঠিয়েছে কেন্দ্র, বললেন রাজ্যপাল

COVID-19 Testing Kits: করোনা ভাইরাসের পরীক্ষার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যে ১০,০০০ কিট পাঠিয়েছে বলে জানালেন রাজ্যপাল

কলকাতা:

করোনা ভাইরাসের (Coronavirus) পরীক্ষার জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যে ১০,০০০ কিট পাঠিয়েছে বলে রবিবার জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর (Jagdeep Dhankhar) । তিনি বলেন, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মহামারীর বিরুদ্ধে একসঙ্গে লড়াই করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল ট্যুইটারে জানান, “করোনা ভাইরাসের মোকাবিলায় জাগছে দেশ। উদাহরণ তৈরি করেছে নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যৌথ উদ্যোগ। আমি মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রেখেছি। বাংলায় ১০,০০০ পরীক্ষার কিট পাঠিয়েছে কেন্দ্র। আমাদের সামনে কঠিন কাজে পরীক্ষার জন্য খুবই সচেতন হতে হবে”।

এর আগে, আরও পরীক্ষার কিটের জন্য কেন্দ্রকে জানাবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)

.