Coronavirus: দিল্লিতেও বন্ধ সব দোকান-বাজার, রাস্তাঘাটও শুনশান (ফাইল চিত্র)
হাইলাইটস
- কলকাতা শহ লকডাউন দেশের ৮০টি শহর
- চলছে না ট্রেন, নেই মেট্রো পরিষেবা, বন্ধ আন্তঃরাজ্য বাসও
- বিশ্বে ৩.৭ লক্ষ মানুষ আক্রান্ত করোনায়, মারা গেছে ১৩ হাজারেরও বেশি মানুষ
নয়া দিল্লি: করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ বৃদ্ধি আটকাতে কলকাতা সহ দেশের ৮০ টি শহর লকডাউন করে রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই মতই প্রায় সব শহরগুলিই আপাতত জনমানবশূন্য। তবে খাতায় কলমে সোমবার বিকেল ৫টা থেকে কলকাতা (Kolkata) সহ পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে লকডাউন, আর এই পরিস্থিতি চলবে ২৭ মার্চ পর্যন্ত। কলকাতা ও শহরতলি অঞ্চলে বন্ধ সমস্ত নিয়মিত পরিষেবা। করোনা সংক্রমণ (Coronavirus Outbreak) এড়াতে রাজ্যের মোট ৭ টি জেলায় লকডাউন চলাকালীন বন্ধ থাকবে গণ পরিবহণ ব্যবস্থাও। তবে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ অনুযায়ী খোলা থাকবে খাবার ও মুদির দোকান, চালু থাকবে খাবার বাড়িতে দিয়ে যাওয়ার ব্যবস্থাও। তবে রাজ্যের (West Bengal) কোথাও ৭ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ, এই নির্দেশ যাঁরা অমান্য করবেন তাঁদের গ্রেফতার করা হতে পারে বলে জারি নির্দেশিকা। তবে, সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে বলেই জানানো হয়েছে সরকারি সূত্রে।
এদিকে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ৩১ মার্চ পর্যন্ত মহারাষ্ট্র, কেরল, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, তেলেঙ্গানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পঞ্জাব, জম্মু ও কাশ্মীর, লাদাখ, পশ্চিমবঙ্গ, চণ্ডীগড়, ছত্তিশগড়, হিমাচলপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, পুদুচেরি এবং উত্তরাখণ্ডে চলবে না কোনও ট্রেন, চলবে না মেট্রোও। পাশাপাশি বন্ধ থাকবে আন্তঃরাজ্য বাস পরিষেবাও। শপিং মল, সিনেমা হল, স্কুল, কলেজ এবং জিমও বন্ধ বিভিন্ন রাজ্যে।
এক যাত্রী করোনা আক্রান্ত, এই সন্দেহে বিমানের জানলা গলে বাইরে ঝাঁপ পাইলটের
ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই এই সব নিষেধাজ্ঞা জারি। সারা দেশে সাড়ে তিনশোরও বেশি COVID-19 আক্রান্তের সন্ধান মিলেছে। এর মধ্যে আবার ৭ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে। ফলে ক্রমেই বাড়ছে আতঙ্ক।
লকডাউন, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ট্রেন, বাস, মেট্রো পরিষেবা
গোটা বিশ্বে কমপক্ষে ১৩,০৯৯ জন মারা গেছে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে এবং ৩.৭ লক্ষ মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে। আমাদের দেশে যাতে সংক্রমণ আরও না ছড়িয়ে পড়ে সেই জন্যেই সতর্ক সরকার, ঘোষণা করা হয়েছে লকডাউনের।
কোন কোন জায়গা লকডাউন দেখে নিন:
পশ্চিমবঙ্গ- কলকাতা
উত্তর ২৪ পরগনা
দক্ষিণ ২৪ পরগনা
হাওড়া
হুগলি সহ মোট ২৩ টি পুর এলাকা
দিল্লি- মধ্য পূর্ব
দিল্লি উত্তর
দিল্লি উত্তর
পশ্চিম দিল্লি
উত্তর পূর্ব দিল্লি
দক্ষিণ দিল্লি
পশ্চিম দিল্লি
অন্ধ্রপ্রদেশ- প্রকাশম, বিজয়ওয়াড়া, ভাইজ্যাগ
চণ্ডীগড়- চণ্ডীগড়
ছত্তিসগড়- রায়পুর
গুজরাট- কচ্ছ
রাজকোট
গান্ধিনগর
সুরাট
ভাদোদরা
আহমেদাবাদ
হরিয়ানা- ফরিদাবাদ
সোনিপাত
পাঁচকুলা
পানিপথ
গুরুগ্রাম
হিমাচলপ্রদেশ- কাংরা
জম্মু ও কাশ্মীর- শ্রীনগর
জম্মু
কর্নাটক- বেঙ্গালুরু
ছিক্কাবল্লাপুরা
মহীশূর
কোড়াগু
কালাবুর্গি
কেরল- আলাপ্পুজা
এর্নাকুলাম
ইদুকি
কান্নুর
কাসারগোদ
কত্তায়াম
মাল্লাপূরম
পাথনামথিত্তা
তিরুবনন্তপূরম
ত্রিশূর
লাদাখ- কারগিল
লে
মধ্যপ্রদেশ- জব্বলপুর
মহারাষ্ট্র- আহমেদনগর
ঔরঙ্গাবাদ
মুম্বই
নাগপুর
মুম্বাই সাব-আর্ব
পুনে
রত্নগিরি
রায়গড়
থানে
ইয়াভাতমাল
ওড়িশা- খুরদা
পুদুচ্চেরি- মাহে
পঞ্জাব- হোসিয়ারপুর
এসএএস নগর
এসবিএস নগর
রাজস্থান- ভিলওয়ারা
ঝুনঝুনু
সিকর
জয়পুর
তামিলনাডু- চেন্নাই
এরোদে
কাঞ্চীপুরম
তেলেঙ্গানা- ভদ্রাদ্রি
কোথাগুদেম
হায়দরাবাদ
মেদছাই
রাঙ্গা রেড্ডি
সাঙ্গা রেড্ডি
উত্তরপ্রদেশ- আগ্রা
জিবি নগর
গাজিয়াবাদ
বারাণসী
লক্ষিমপুর খেরি
লখনউ
উত্তরাখণ্ড- দেরাদুন