This Article is From Mar 19, 2020

“প্রয়োজনীয় সামগ্রি মজুদ করবেন না, কোনও ঘাটতি হবে না”: প্রধানমন্ত্রী মোদি

এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ১৭৩ জন আক্রান্ত হয়েছে, পঞ্জাবের একজন সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে

“প্রয়োজনীয় সামগ্রি মজুদ করবেন না, কোনও ঘাটতি হবে না”: প্রধানমন্ত্রী মোদি

করোনা মোকাবিলা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি: বিশ্বজুড়ে করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে জাতির উদ্দেশে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী মোদি, তার মোকাবিলায় কী করণীয় তাও তুলে ধরেন তিনি। তার আগে বুধবার করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত ভারতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় ১৭৩ জন আক্রান্ত হয়েছে, পঞ্জাবের একজন সহ মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

এখানে রইল প্রধানমন্ত্রীর বক্তব্যের ১০'টি সেরা উক্তি

  1. আগামি কয়েক সপ্তাহ খুব প্রয়োজন না হলে আগামি কয়েক সপ্তাহ বাড়ির মধ্যেই থাকুন।
     

  2. রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত জনতা কারফিউ মেনে চলুন। সমস্ত নাগরিককেই এটা মানতে হবে।
     

  3. আমাদের দায়িত্ববান নাগরিক হতে হবে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে চলুন।
     

  4. যাঁরা রবিবার বিকেল ৫টায় এই পরিষেবা দিচ্ছেন, তাঁদের ধন্যবাদ জানান, ব্যালকনি, দরজা, অথবা জানালার ধারে ৫ মিনিট দাঁড়িয়ে থাকুন, হাততালি দিয়ে ঘন্টা বাজিয়ে তাঁদের প্রশংসা করুন।
     

  5. খাদ্য সামগ্রি এবং অন্যান্য জিনিস মজুদ করবেন না, কোনও ঘাটতি যাতে না হয়, আমরা তার ব্যবস্থা করছি।
     

  6. অর্থনীতির ওপর ব্যপক প্রভাব, তার মোকাবিলায় অর্থমন্ত্রীর নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে।
     

  7. ব্যাপক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্ব, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি মানুষ আক্রান্ত।
     

  8. মনোবল এবং ইচ্ছাশক্তি দেখাতে হবে আমাদের। তবে সম্প্রতি, মনে হচ্ছে আমরা সঙ্কট এড়াতে পেরেছি। আমরা অতিমারী থেকে বেঁচে গিয়েছি, এই চিন্তাধারা সঠিক নয়।
     

  9. যখন এর কোনও নিরাময়ের নেই, আমাদের সুস্থ থাকতে হবে। আলাদা থাকা, ভিড় এড়িয়ে চলুন। ঘর ছেড়ে বেরোবেন না।  সামাজিকভাবে দূরত্বে থাকুন।
     

  10. যদি আপনি মনে করেন.  স্বাভাবিকভাবেই ঘুরে বেরাবেন, যদি ভাবেন, আপনার কোনও ঝুঁকি নেই,সেটা ভুল। আপনি নিজেই নিজেকে এবং পরিবারকে বিপদে ফেলছেন।



Post a comment
.