This Article is From Mar 19, 2020

বৃহস্পতিবার সকালে বোর্ড পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিএসই

বোর্ডের প্রধান গেরি আরাথন জানান, উন্নয়নমন্ত্রকের তরফে তাঁদের কোনও নির্দেশিকা দেওয়া হয়, তাহলে তা পালন করবেন তাঁরা

বৃহস্পতিবার সকালে বোর্ড পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেবে আইসিএসই

বৃহস্পতিবার সকালে বোর্ড পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে আইসিএসই ( প্রতীকি ছবি)

নয়াদিল্লি:

বৃহস্পতিবার সকালে বোর্ড পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে আইসিএসই (ICSE) , এমনটাই জানিয়েছেন বোর্ডের প্রধান গেরি আরাথন (Gerry Arathoon) । তিনি জানিয়েছেন, আইসিএসই একটি বেসরকারি বোর্ড, যদি কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রকের তরফে তাঁদের কোনও নির্দেশিকা দেওয়া হয়, তাহলে তা পালন করবেন তাঁরা, পাশাপাশি তাঁর কথায়, “দুর্ভাগ্যের যে, এই নির্দেশিকার তালিকায় আমরা নেই”। বোর্ডের প্রধানের কথায়, “আমরা কোনও নির্দেশিকা পাইনি, বা সচিব বা মন্ত্রকের তরফে কোনও চিঠি পাইনি, যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে আমরা তালিকায় নেই”। আমাদের নিজেদের পরীক্ষকরা বাড়ি থেকে উত্তরপত্র দেখবেন।

বোর্ডের প্রধান গেরি আরাথন, “আগামিকাল সকালে পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব”।

করোনা ভাইরাস (Coronavirus) ছড়িয়ে পড়ার কারণে, দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং সিবিএসই বোর্ডকে তাদের পরীক্ষা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মানব সম্পদ উন্নয়নমন্ত্রক (HRD Ministry)। ৩১মার্চ  পর্যন্ত এই বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে। মন্ত্রকের সচিব অমিত খারে একটি সরকারি বিজ্ঞপ্তিতে বলেন,. “শিক্ষাবর্ষ এবং পরীক্ষাও যেমন মেনে চলা জরুরি, একইভাবে বিভিন্ন পরীক্ষায় বসা পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তাও জরুরি, তাঁদের অভিভাবক ও শিক্ষকদের ক্ষেত্রেও”। তিনি জানান, “সমস্ত চলতি পরীক্ষা, সিবিএসই বোর্ডের পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত এবং পরে আবারও দিন ধার্য করা হবে”।

এই নির্দেশিকা কার্যকর হবে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এআইসিটিই, এনআইওএস এবং জয়েন এন্ট্রান্স মেইন পরীক্ষার ক্ষেত্রে।

.