This Article is From Mar 15, 2020

‘‘জয় করোনা’’, করোনা-আতঙ্কে ছুটি ঘোষিত হতেই উল্লাস আইআইটির পড়ুয়াদের

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে পড়ুয়াদের উল্লসিত হয়ে ‘জয় করোনা’ গান গাইতে দেখা যাচ্ছে।

‘‘জয় করোনা’’, করোনা-আতঙ্কে ছুটি ঘোষিত হতেই উল্লাস আইআইটির পড়ুয়াদের

৩১ মার্চ পর্যন্ত বন্ধ দিল্লি আইআইটি।

হাইলাইটস

  • সারা বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০০
  • সংক্রমণ রুখতে বহু শিক্ষা প্রতিষ্ঠানের মতোই আইআইটি দিল্লিও বন্ধ করা হয়েছে
  • ছুটি পেয়ে পড়ুয়াদের ‘জয় করোনা’ গাইতে শোনা গিয়েছে
নয়াদিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) আতঙ্ক ক্রমেই বাড়ছে। সারা বিশ্বে এই ভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫০০০। ভারতেও মৃত্যু হয়েছে দু'জনের। পরিস্থিতির মোকাবিলায় সংক্রমণ এড়াতে বন্ধ করে দেওয়া হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিস্থিতিতে দিল্লির আইআইটি-র (Delhi IIT) পড়ুয়ারা উল্লাস প্রকাশ করলেন‌, প্রতিষ্ঠান বন্ধের নির্দেশে! সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে পড়ুয়াদের উল্লসিত হয়ে ‘জয় করোনা' গান গাইতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার কারাকোরাম হোস্টেলে সন্ধ্যা ৮টার সময় ভিডিওটি তোলা হয়। 
প্রসঙ্গত, আগামী ৩১ মার্চ পর্যন্ত আইআইটি দিল্লির সমস্ত ক্লাস ও পরীক্ষা বাতিল করা হয়েছে করোনা ভাইরাসের সংক্রমণের সঙ্গে মোকাবিলা করার জন্য।

মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শরীরেও করোনা ভাইরাস পরীক্ষা, অপেক্ষা রিপোর্টের

আইআইটির অধিকর্তা ভি রামগোপাল রাও বৃহস্পতিবার টুইট করে জানান, ‘‘সিওভিড পরিস্থিতিতে আইআইটি দিল্লি সিদ্ধান্ত নিয়েছে অবিলম্বে ৩১ মার্চ পর্যন্ত সমস্ত ক্লাস, পরীক্ষা ও ক্যাম্পাসে জন সমাবেশ বন্ধ রাখার। অনুগ্রহ করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করুন।''

সদ্যোজাতও আক্রান্ত করোনা ভাইরাসে! কীভাবে?

দিল্লি সরকার করোনা ভাইরাস সংক্রমণকে ‘অতিমারী' বলে ঘোষণা করে দেয় ওইদিনই। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, করোনা-সংক্রমণ ঠেকাতে রাজ্যের সমস্ত সিনেমা হল ও যেখানে পরীক্ষা চলছে না সেই সব শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হবে।

শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে করোনা-আক্রান্তের সংখ্যা ৮৪। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
.