தமிழில் படிக்க Read in English
This Article is From May 30, 2020

২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত ৭,৯৬৪ জন, দেশে আক্রান্ত বেড়ে ১.৭৩ লক্ষ, মৃত ৪,৯৭১

Coronavirus: একদিনের মধ্যে করোনা ভাইরাসের জেরে মৃত্যু হয়েছে ২৬৫ জনের, আগেই করোনার সংক্রমণে সবচেয়ে বিধ্বস্ত দেশেগুলোর তালিকায় ৯ নম্বরে উঠে এসেছে ভারত

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Coronavirus India: দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই রেকর্ড হারে বাড়ছে

Highlights

  • দেশে লাগাতার বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা
  • গোটা বিশ্বের করোনা দুর্গত দেশগুলোর মধ্য়ে নবম স্থানে ভারত
  • এখনও পর্যন্ত দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী রয়েছে মহারাষ্ট্রে
নয়া দিল্লি:

দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে (Coronavirus India) আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই যেন নতুন নতুন রেকর্ড গড়ছে কোভিড- ১৯। এখনও পর্যন্ত সবচেয়ে বড় লাফ দিল ওই নাছোড় ভাইরাস (Coronavirus), গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (COVID- 19) আক্রান্ত হলেন ৭,৯৬৪ জন, আর একদিনের মধ্যে ওই রোগের জেরে মৃত্যু হল ২৬৫ জনের। সব মিলিয়ে ভারতে মোট আক্রান্ত বেড়ে ১.৭৩ লক্ষে পৌঁছলো, এর মধ্যে মৃত্যু হয়েছে ৪,৯৭১ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে ভারতে মোট করোনা আক্রান্ত ১,৭৩,৭৬৩ জন মানুষ। এই নিয়ে টানা দ্বিতীয় দিন যখন ভারতে একদিনে কোভিড- ১৯ আক্রান্তের সংখ্যা ৭,০০০ এরও বেশি হয়েছে। এদিকে বৃহস্পতিবারই করোনার সংক্রমণে সবচেয়ে বিধ্বস্ত দেশেগুলোর তালিকায় ৯ নম্বরে উঠে এসেছে ভারত। 

"সাংঘাতিকভাবে ভুগতে হচ্ছে": জাতির উদ্দেশে চিঠিতে পরিযায়ীদের প্রসঙ্গে লিখলেন প্রধানমন্ত্রী

তবে করোনার সংক্রমণের মধ্যেই আশার আলো এর সুস্থতার সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রক বলছে, ৮০,০০০ এরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন ওই রোগ থেকে।

Advertisement

এদিকে শুক্রবার দেশের ৩ রাজ্য- মহারাষ্ট্র, তামিলনাড়ু এবং তেলেঙ্গানাতে একদিনের মধ্যে সবচেয়ে বেশি কোভিড- ১৯ আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। 

লকডাউনের পর ঘুরে দাঁড়াতে রাজ্যের চা শিল্পে জোর, ১০০ শতাংশ কর্মী নিয়ে কাজ শুরু ১ জুন থেকেই

Advertisement

দেশের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্য হল মহারাষ্ট্র, সেখানে গত একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ২,০৯৮ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছে ১১৬ জন। ওই রাজ্যে এখনও পর্যন্ত কোভিড আক্রান্ত ৬২,০০০ এরও বেশি। 

এদিকে তামিলনাড়ুতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন আরও  ৮,৭৪ জন। ওই রাজ্যে করোনা সংক্রমণের পরিমাণ ২০,০০০ ছাড়িয়েছে।

Advertisement

শুক্রবার তেলেঙ্গানায় ১৬৯ জন নতুন রোগীর সন্ধান পাওয়া গেছে এবং ৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। সব মিলিয়ে ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে এখন ২৪২৫ জন।

Advertisement

Advertisement