This Article is From May 20, 2020

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ফের রাজ্যে আসতে প্রস্তুত পর্যবেক্ষক দল, আদালতকে জানাল কেন্দ্র

West Bengal Coronavirus Cases: পশ্চিমবঙ্গে কোভিড -১৯ পরিস্থিতি ঠিকভাবে মোকাবিলা করা হচ্ছে না, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের হয়

করোনা পরিস্থিতি পর্যবেক্ষণে ফের রাজ্যে আসতে প্রস্তুত পর্যবেক্ষক দল, আদালতকে জানাল কেন্দ্র

West Bengal: এরাজ্যে এখনও পর্যন্ত ২,৮০০ জনেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে (প্রতীকী চিত্র)

হাইলাইটস

  • পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে চায় কেন্দ্রীয় দল
  • কলকাতা হাইকোর্টকে জানাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক
  • যদিও কেন্দ্রের প্রস্তাবে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার
কলকাতা:

করোনা ভাইরাসের সংক্রমণ গোটা দেশে ক্রমশই বাড়ছে। একই পরিস্থিতি পশ্চিমবঙ্গেও। এরাজ্যে (West Bengal) কোভিড- ১৯ পরিস্থিতির মোকাবিলায় (COVID-19 situation) ঠিকভাবে পদক্ষেপ করা হচ্ছে না এই অভিযোগ কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়। সেই মামলারই শুনানি চলাকালীন আদালতকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের (Home Ministry) তরফ থেকে সাফ জানানো হয় যে, করোনা পরিস্থিতি (West Bengal Coronavirus Cases) পর্যবেক্ষণে ফের রাজ্যে আসতে প্রস্তুত কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। তবে আদালতের তরফ থেকে একথা জানানো হয় যে, পশ্চিমবঙ্গে যদি কেন্দ্রীয় দল পর্যবেক্ষণে আসে তাহলে তারা স্বেচ্ছায় নিজেদের দায়িত্বে আসবে, আদালতের নির্দেশে নয়। পাশাপাশি আদালত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং পশ্চিমবঙ্গ সরকারকে  এরাজ্যের কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 

কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিবিএন রাধাকৃষ্ণান এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, ২৬ মে পরবর্তী শুনানির দিন বা তার আগে ওই বিস্তারিত রিপোর্টটি পেশ করতে হবে।

একদিনে সর্বাধিক আক্রান্তের রেকর্ড গড়ল করোনা, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫,৬১১

জানা গেছে, কবীর শঙ্কর বোস নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে ওই রিট পিটিশন দায়ের করে অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসনের যথেষ্ট অব্যবস্থাপনা রয়েছে।

এই মামলার শুনানিতে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষে আদালতে সওয়াল করতে উঠে প্রবীণ আইনজীবী ওয়াই জে দস্তুর জানান যে, একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য সফর করতে প্রস্তুত আছে, দলটি পরিস্থিতি খতিয়ে দেখে আদালতে একটি রিপোর্ট পেশ করতে পারে।

রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৩৬ জন, মৃত ৬

কেন্দ্রের এই প্রস্তাবেরই বিরোধিতা করে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে এর আগেও একটি কেন্দ্রীয় দল পশ্চিমবঙ্গ সফরে এসেছিল এবং বিভিন্ন এলাকা পরিদর্শন করতে বেশ কয়েক সপ্তাহ কাটিয়েছিল। সেই সময়েই ওই দলটি করোনা পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট তথ্য সংগ্রহ করেছে।

তিনি একথাও বলেন যে, নতুন করে আর কোনও কেন্দ্রীয় দলের রাজ্যে কোনও সফর করার প্রয়োজন নেই । কেননা কেন্দ্রীয় দল যদি আবারও পরিদর্শনে আসে তাহলে তাঁদের আসল উদ্দেশ্য হবে রাজ্য সরকারের ভুল ধরা। উদ্দেশ্যপ্রণোদিতভাবেই তারা এটা করবে বলেও অভিযোগ করেন পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

জবাবে কেন্দ্রের আইনজীবী দস্তুর জানান যে এর আগে যে কেন্দ্রীয় দলটি পশ্চিমবঙ্গে এসেছিল সেটি একটি আন্তঃমন্ত্রণালয়ের দল ছিল, কিন্তু এখন যেটি এরাজ্যে আসতে চায় সেটি শুধুমাত্র স্বরাষ্ট্র মন্ত্রকের সদস্যদের নিয়ে গঠিত একটি দল।

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths
.