This Article is From Apr 06, 2020

"নজিরবিহীনভাবে লকডাউনের সময় মানুষ নিষেধাজ্ঞা মেনেছেন": প্রধানমন্ত্রী মোদি

Coronavirus: "এই লড়াই দীর্ঘদিনের লড়াই হতে চলেছে, এখনই আমাদের ক্লান্ত হলে চলবে না, আমাদের সংকল্প ও লক্ষ্য একটাই, এই মহামারীর বিরুদ্ধে জয়", বলেন মোদি

ভারতীয় জনতা পার্টির ৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বার্তা দেন PM Modi

হাইলাইটস

  • মানুষ নজিরবিহীন ভাবে লকডাউনের নিষেধাজ্ঞা মেনেছে, মনে করেন প্রধানমন্ত্রী
  • "এই লড়াই দীর্ঘদিনের, এখনই ক্লান্ত হলে চলবে না", বার্তা নরেন্দ্র মোদির
  • প্রধানমন্ত্রী বলেন, "করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতেই হবে"
নয়া দিল্লি:

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রোধে "নজিরবিহীনভাবে লকডাউনের সময় মানুষ নিষেধাজ্ঞা মেনেছেন", বললেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)। দেশের মানুষ যথেষ্ট গুরুত্ব দিয়ে এই পরিস্থিতি বিবেচনা করছেন বলেই মত তাঁর। রবিবার রাত ৯ টার সময় ঠিক ৯ মিনিটের জন্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতীকী লড়াইয়ের ঘরের সব আলো বন্ধ করে মোমবাতি, প্রদীপ, মোবাইলের ফ্ল্যাশ লাইট, টর্চ জ্বালায় গোটা দেশের মানুষ। প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়েই নিজেদের বাড়ির বারান্দায় বা দোরগোড়ায় এসে ওই আলো দেখান তাঁরা। ভারতীয় জনতা পার্টির ৪০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সোমবার বিজেপি কর্মীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানেই তিনি বলেন, "এই লড়াই দীর্ঘদিনের লড়াই হতে চলেছে, এখনই আমাদের ক্লান্ত হয়ে পড়লে চলবে না, আমাদের সংকল্প ও লক্ষ্য একটাই, যেকোনও ভাবে এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে"।

দেশে ক্রমশই বাড়ছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৩২ জনের মৃত্যু, মোট ১০৯

ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৩২ জনের মৃত্যু হয়েছে ওই রোগে, সব মিলিয়ে মোট ১০৯ জনের প্রাণ কেড়েছে রাক্ষুসে ওই ভাইরাস। শুধু তাই নয়, একদিনের মধ্যে এদেশে নতুন করোনা সংক্রমণের সংখ্যা ৬৯৩ হয়েছে, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দেশে ৪,০০০-এর থেকেও বেশি মানুষ আক্রান্ত করোনা ভাইরাসে, মোট সংখ্যা ৪,০৬৭ জন। এই নিয়ে এটি টানা চতুর্থ দিন ভারতে ৫০০-এরও বেশি মানুষ একদিনে করোনা ভাইরাসের (COVID-19) কবলে পড়েছে।

এবার মানুষের পাশাপাশি বাঘিনীর দেহেও মিলল করোনা ভাইরাসের উপস্থিতি!

প্রধানমন্ত্রী বিজেপি কর্মীদের উদ্দেশে পাঁচ দফা কর্মসূচী অনুসরণ করার আহ্বান জানিয়েছেন, যাতে দেশের কোনও দরিদ্র মানুষ খালি পেটে না থাকেন তা দেখার জন্য়েও বিজেপি কর্মীদের নির্দেশ দেন তিনি। তিনি দলের সমস্ত কর্মীকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশিকা অনুসরণ করতে বলেছেন। করোনা ভাইরাসের বিরুদ্ধে এই লড়াই কোনও যুদ্ধের চেয়ে কম নয়, বলেন মোদি। প্রধানমন্ত্রী আরও বলেন যে এই পরিস্থিতিতে যতটা সম্ভব সামর্থ্য অনুযায়ী অনুদান দিন বিজেপি কর্মীরা এবং করোনা সংক্রান্ত প্রধানমন্ত্রী তহবিলেও যে যতটা পারেন তাই দিয়েই যাতে সাহায্য করেন এই আহ্বানও জানান নরেন্দ্র মোদি।

.