Read in English
This Article is From Mar 27, 2020

"করোনাকে ভয় পেও না", সচেতনতায় গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ৪৫ সেকেন্ডের এই গানটি লেখার পর নিজেই সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী, তবে গানটি গেয়েছেন প্রতিমন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Coronavirus: কীভাবে এই মারণ রোগ থেকে বাঁচতে সামাজিক দূরত্ব বজায় রাখবেন গানের মাধ্যমে বলেছেন মুখ্যমন্ত্রী

Highlights

  • করোনা ভাইরাসের বিষয়ে মানুষকে সচেতন করতে গান লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়
  • গানটি লিখে তাতে সুরও দিয়েছেন মুখ্যমন্ত্রী, ইন্দ্রনীল সেন গেয়েছেন ওই গান
  • রাজ্যের মানুষকে যথেষ্ট সাবধানতা অবলম্বনেরও বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো
কলকাতা:

করোনা ভাইরাসের (Coronavirus) জেরে হওয়া পরিস্থিতির মোকাবিলায় মারণ আতঙ্কের মধ্যেই রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পশ্চিমবঙ্গের মানুষকে এই রাক্ষুসে ভাইরাসের সম্পর্কে সচেতন করতে গান বাঁধলেন তিনি (Mamata Banerjee)। দেশে এই মুহূর্তে লকডাউন চলছে, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত এই ঘরবন্দি অবস্থা চলবে। করোনা সংক্রমণ রুখতে কতটা প্রয়োজন এই সামাজিক দূরত্ব বজায় রাখার, কী কী সচেতনতা অবলম্বন করতে পারেন আপনি, এই সবই গানে গানে (Mamata Banerjee's Song) মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। এই মারণ ভাইরাসকে আমরা হারাবোই, এই বিশ্বাসও এনে দেওয়া চেষ্টা করেছেন নিজের লেখা ও সুর দেওয়া গানটির মধ্যে দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (West Bengal Chief Minister Mamata Banerjee) লেখা ৪৫ সেকেন্ডের এই গানটি গেয়েছেন প্রতিমন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। “স্তব্ধ করো, জব্দ করো। করোনাকে ভয় পেয়ো না। ভিড় থেকে সব্বাই দূরে থাকো। করোনাকে ছুঁতে দেব না”, লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সামাজিক দূরত্ব বোঝাতে রাস্তায় প্রশিক্ষণ দিলেন মুখ্যমন্ত্রী, ভিডিও শেয়ার করলেন ডেরেক ও'ব্রায়েন

এর আগেও বহুবার সচেতনতা ও নিজের কথা রাজ্যের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একাধিকবার তুলি ও কলম হাতেতুলে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার এই করোনা-গানের মাধ্যমে রাজ্যবাসীকে মারণ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানালেন তিনি। বাংলা কখনই হেরে যায় না বলে আত্মবিশ্বাস জুগিয়ে সবাইকে একত্র হওয়ার ডাক দেন তৃণমূল নেত্রী।

Advertisement

সারা পৃথিবী এখন করোনা ভাইরাসের আতঙ্ক ভুগছে। জানা গেছে এখনও পর্যন্ত COVID-19 ভাইরাসে সমগ্র বিশ্বে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৫ লক্ষ ২৬ হাজার ৪৪ জন, যার মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৩,৭০৯ জনের। পাল্লা দিয়ে ভারতেও বাড়ছে ওই মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার সংখ্যা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ ছুঁই-ছুঁই। এর মধ্যে আবার ওই ভাইরাস দেশে প্রাণ কেড়েছে ১৭ জনের। রাজ্যে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১ জনের। ফলে এখন যেটা প্রয়োজন তা হল প্রত্যেক মানুষের মধ্যে করোনা সতর্কতা।

ক্রেতা-বিক্রেতার মধ্যে দূরত্ব একমিটার! বাজার পরিদর্শনে গিয়ে এঁকে বোঝালেন মুখ্যমন্ত্রী

Advertisement

এদিকে করোনা ভাইরাসের আতঙ্কে দেশজুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। এই পরিস্থিতিতে রাজ্যের বহু কর্মী আটকে রয়েছেন অন্য রাজ্যে। তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করার অনুরোধ জানিয়ে দেশের ১৮টি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement