This Article is From Mar 23, 2020

কলকাতা সহ রাজ্যজুড়ে জারি লকডাউন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মানুষকে ঘরে থাকতে হবে এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ কারণেই বাইরে বেরোনো যাবে। প্রকাশ্যে সাতজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ”।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

সোমবার বিকেল ৫টা থেকে ২৭ মার্চ পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সমস্ত শহর লকডাউন থাকবে

কলকাতা:

করোনা ভাইরাস (Coronavirus) ছড়িয়ে পড়া রুখতে রাজ্যজুড়ে শুরু লকডাউন (Lockdown)। সোমবার বিকেল ৫টা থেকে জারি হওয়া লকডাউন চলবে ২৭ মার্চ পর্যন্ত। পাবলিক অ্যাড্রেসস সিস্টেমে মানুষকে ঘরে ফিরে যাওয়ার আর্জি জানিয়েছে পুলিশ, ব্যবসায়ীদের দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। অন্যদিকে, এদিনই রাজ্যে করোনা ভাইরাসের (COVID-19) কবলে প্রথম মৃত্যু হয়েছে ৫৭ বছরের এক ব্যক্তির। করোনা ভাইরাসে রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৬ জন। রবিবার রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, সোমবার বিকেল ৫টা থেকে ২৭ মার্চ পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সমস্ত শহর লকডাউন থাকবে।

এই লকডাউন প্রযোজ্য হবে কলকাতা পুরনিগমের আওতাভুক্ত এলাকা, উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, এবং হাওডড়া জেলায়। শিলিগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং শহরেও এই লকডাউন প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে রাজ্য সরকারের বিবৃতিতে।  সমস্ত দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান, কারখানা, ওয়ার্কশপ বন্ধ রাখতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মানুষকে ঘরে থাকতে হবে এবং শুধুমাত্র গুরুত্বপূর্ণ কারণেই বাইরে বেরোনো যাবে। প্রকাশ্যে সাতজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ”।

Advertisement

খাদ্য সামগ্রি, মুদির দোকান, সব্জি, ফল, মাংস, পাউরুটি, দুধ, স্বাস্থ্য পরিষেবা, হোম ডেলিভারি. পেট্রোল পাম্প, আইটি সেক্টর, ওষুধের দোকান. এটিএএম এবং অন্যান্য জরুরি পরিষেবাকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement