This Article is From Mar 22, 2020

২৯ মার্চ পর্যন্ত আংশিক লকডাউন মিজোরামে

প্রশাসনের তরফে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২২ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত আংশিক লকডাউন থাকবে মিজোরামে।

২৯ মার্চ পর্যন্ত আংশিক লকডাউন মিজোরামে

মিজারোমের সমস্ত জেলাতেই এই আংশিক লকডাউন চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত।

আইজল:

শনিবার মিজোরামে (Mizoram) আংশিক লকডাউন (Partial Shutdown) ঘোষণা করল মিজোরাম সরকার। রাজ্যের সমস্ত জেলাতেই এই আংশিক লকডাউন চলবে আগামী ২৯ মার্চ পর্যন্ত। করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণ রুখতে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে এক বিজ্ঞপ্তিতে। করোনা ভাইরাসের মোকাবিলায় টাস্ক ফোর্স গঠন করার পর সন্ধ্যায় মন্ত্রিসভা অনুমোদন দেয় এই সিদ্ধান্তের। তারপরই ঘোষণা হয় আংশিক লকডাউনের বিষয়টি।

প্রশাসনের তরফে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২২ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ওই লকডাউন থাকবে। 
এই সময় ওষুধের দোকান ও অত্যাবশ্যক সামগ্রীর দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পাশাপাশি সব রকমের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকবে। তার মধ্যে দু'চাকার ট্যাক্সিও রয়েছে। 
তবে ছাড় দেওয়া হয়েছে অ্যাম্বুল্যান্স, দমকল ও অন্যান্য আপৎকালীন পরিষেবার যানবাহনকে। ছাড় রয়েছে সংবাদমাধ্যমের যানবাহনেও। পাশাপাশি বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, যাঁরা করোনা সংক্রমণ রোখার কাজে দায়িত্বপ্রাপ্ত ও অত্যাবশ্যক সামগ্রী অন্যত্র পৌঁছে দেওয়ার কাজ করছেন তাঁদেরও ছাড় দেওয়া হয়েছে লকডাউন থেকে।

কেবল চিকিৎসা জগৎ ও অন্যান্য অত্যাবশ্যক পরিষেবার সঙ্গে যুক্তরা ছাড়া বাকি সবাইকে ঘরবন্দি থাকতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

.