গতমাসে দিল্লির নিজামু্দ্দিনে এক বড় জমায়েতের আয়োজন করে তবলিঘি জামাত
নয়াদিল্লি: তবলিঘি জামাতের (Tablighi Jamaat) ২৫,৫০০ জনেরও বেশি স্থানীয় কর্মী এবং তাঁদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারান্টাইন করা হয়েছে, সোমবার জানাল কেন্দ্রীয় সরকার। তাদের তরফে জানানো হয়েছে, ৪,০৬৭ জন করোনা (Coronavirus) আক্রান্তের মধ্যে ১,৪৪৫ জনের তবলিঘি জামাত যোগ রয়েছে। গতমাসে দিল্লির নিজামু্দ্দিনে এক বড় জমায়েতের আয়োজন করে সংগঠনটি, এবং তারফলে জায়গাটি দেশে করোনা ভাইরাসের (COVID-19) আঁতুরঘরে পরিণত হয়। দৈনিক সাংবাদিক সম্মেলনে, যুগ্ম সচিব পুণ্যসলিলা শ্রীবাস্তব সাংবাদিকদের জানান, হরিয়ানার পাঁচটি গ্রাম সিল করে দেওয়া হয়েছে এবং যেহেতু সেখানে তবলিঘি জামাতের সদস্যরা ছিলেন, সেই জনন্য সেখানকার বাসিন্দাদের কোয়ারান্টাইন করা হয়েছে।
পুণ্যসলিলা শ্রীবাস্তব বলেন, জামাতের ২,০৮৩ জনের মধ্যে ১,৭৫০ জন বিদেশি সদস্যকে এখনও পর্যন্ত কালো তালিকাভুক্ত করা হয়েছে। তিনি বলেন, মেডিক্যাল অক্সিজেন, করোনা আক্রান্তদের চিকিৎসা যাতে ঠিকমতো হয়, তারজন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারগুলিকে চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।