This Article is From Apr 16, 2020

পিৎজা ডেলিভারি বয় করোনা পজিটিভ, কোয়ারান্টাইন করা হল ৭২ পরিবারকে

Coronavirus: ওই ডেলিভারি বয়ের সংস্পর্শে আসা ২০ জন সহকর্মীকেও দিল্লিতে কোয়ারান্টাইন করে রাখা হল, তাঁদের শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কিনা হবে পরীক্ষা

পিৎজা ডেলিভারি বয় করোনা পজিটিভ, কোয়ারান্টাইন করা হল ৭২ পরিবারকে

Coronavirus: দক্ষিণ দিল্লিতে ওই পিৎজা ডেলিভারি বয়ের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ায় ছড়িয়েছে আতঙ্ক

হাইলাইটস

  • করোনা ভাইরাসে আক্রান্ত জোমাটোর পিৎজা ডেলিভারি বয়
  • ঘটনায় আতঙ্ক ছড়াল দেশের রাজধানী দিল্লিতে
  • যে পরিবারগুলোকে খাবার সরবরাহ করেছিলেন তিনি তাঁদের কোয়ারান্টাইন করা হল
নয়া দিল্লি:

১৯ বছর বয়সী এক পিৎজা ডেলিভারি (Zomato Pizza Delivery Boy) বয়ের শরীরে করোনা সংক্রমণের (Coronavirus) প্রমাণ মেলায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতে। দক্ষিণ দিল্লির ওই জোমাটো (Zomato Delhi) ডেলিভারি বয় সাম্প্রতিক সময়ে মোট ৭২ টি পরিবারকে খাবার সরবরাহ করেছিলেন। মনে করা হচ্ছে তাঁর ডেলিভারি দেওয়া খাবারের মাধ্যমে ওই মারণ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে সেই সব পরিবারেও। ওই তরুণ ১২ এপ্রিল পর্যন্ত বিভিন্ন জায়গায় খাবার ডেলিভারির কাজ করেছিলেন। তথ্য অনুযায়ী শেষ ১৫ দিন তিনি দক্ষিণ দিল্লির হাওস খাস, মালব্য নগর এবং সাবিত্রী নগরের ৭২ টি পরিবারকে খাবার পৌঁছে দেন। ফলে ওই পরিবারগুলোকেও কোয়ারান্টাইন করে রাখা হয়েছে এবং তাঁদের কারও শরীরে করোনা সংক্রমণ ছড়িয়েছে কিনা সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখা হচ্ছে। 

এদিকে করোনা আক্রান্ত ওই ডেলিভারি বয়কে দিল্লির আরএমএল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি ওই ডেলিভারি বয়ের সংস্পর্শে আসা ২০ জন সহকর্মীকেও দিল্লিতে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে, তাঁদের শরীরেও সংক্রমণ ছড়িয়েছে কিনা হবে পরীক্ষা।

"১,০০০ বছরে প্রথমবার": করোনা ভাইরাস নিয়ে চিনের সূত্রকে তুলে ধরল আইসিএমআর

এক বিবৃতিতে ফুড ডেলিভারি জায়ান্ট জোমাটো জানিয়েছে, ওই ডেলিভারি বয়ের বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। সন্দেহ করা হচ্ছে যে কোনও আক্রান্ত পরিবারে পিৎজা দেওয়ার সময়েই তাঁর শরীরে ওই রোগটি বাসা বাঁধে।

জোমাটো আরও বলেছে যে, "ওই ডেলিভারি বয় যাঁদের যাঁদের বাড়িতে পিৎজা দিয়ে এসেছে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সরকারি তরফে তাঁদের কোয়ারান্টাইন করে রাখার ব্যবস্থাও করা হয়েছে"। পাশাপাশি ওই ডেলিভারি বয় যে রেস্তোঁরা থেকে নিয়মিত ডেলিভারি নিয়ে যেত সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য ও গাড়ির বিমা পুনর্নবীকরণের জন্যে ১৫ মে পর্যন্ত অতিরিক্ত সময়

"COVID-19 এর সংক্রমণ যে কোনও আক্রান্ত ব্যক্তির থেকেই ছড়াতে পারে, আমাদের যে ধরণের কাজ তাতে সকলের পক্ষে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে থাকা বা সবসময় সামাজিক দূরত্ব অবলম্বন করা কার্যত অসম্ভব, বিশেষত যখন আমাদের খাদ্যের মতো প্রয়োজনীয় সামগ্রীর জন্যে বহু মানুষের সঙ্গে মিলিত হতে হয় ... তবে আমরা বিশ্বাস করি যে আমাদের সংস্থার কোনও কর্মীই জেনে শুনে এই কাজ করেনি, যদি ওই ডেলিভারি বয় জানতেন যে তিনি COVID-19 এ আক্রান্ত হয়েছেন তবে তিনি নিশ্চয়ই আমাদের জানাতেন এবং আমরাও সতর্কতা অবলম্বন করতাম", একথাও বলে ওই ফুড ডেলিভারি সংস্থা।

সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে দিল্লিতে ৩০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। দেশের রাজধানীতে এখন ১,৫৭৮ জন ওই মারণ রোগে ভুগছেন।

World

67,69,38,430Cases
62,55,71,965Active
4,44,81,893Recovered
68,84,572Deaths
Coronavirus has spread to 200 countries. The total confirmed cases worldwide are 67,69,38,430 and 68,84,572 have died; 62,55,71,965 are active cases and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 10:54 am.

India

4,50,19,214 475Cases
3,919 -83Active
4,44,81,893 552Recovered
5,33,402 6Deaths
In India, there are 4,50,19,214 confirmed cases including 5,33,402 deaths. The number of active cases is 3,919 and 4,44,81,893 have recovered as on January 9, 2024 at 8:00 am.

State & District Details

State Cases Active Recovered Deaths

.