Read in English
This Article is From Mar 18, 2020

করোনা আতঙ্ক? বিজেপি কর্মীদের মিছিল করতে বারণ করলেন প্রধানমন্ত্রী মোদি

Coronavirus: যেভাবে বিমানবন্দর এবং হাসপাতালগুলিতে কর্মীরা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদেরও ধন্যবাদ জানান নরেন্দ্র মোদি

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Coronavirus Outbreak: করোনা ভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে সেই পরিস্থিতি দলগত প্রতিবাদ কর্মসূচি বন্ধ রাখার পরামর্শ মোদির

Highlights

  • করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমেই বাড়ছে ভারতে, বর্তমানে ১৪২
  • এই পরিস্থিতিতে বিজেপি কর্মীদের মিটিং-মিছিল এড়িয়ে চলার পরামর্শ মোদির
  • বিজেপি কর্মীরা মানুষের হাতে তুলে দেবেন মাস্ক ও স্যানিটাইজার, জানাল বিজেপি
নয়া দিল্লি:

ভারতে লাগাতার বাড়ছে করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে (Coronavirus Outbreak) বিজেপি কর্মীদের মিটিং-মিছিল করতে বারণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি সাংসদ মনোজ তিওয়ারি জানিয়েছেন, আপাতত আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কোনও জনসমাবেশ বা প্রতিবাদ মিছিল এড়ানোর নির্দেশই দিয়েছেন মোদি (PM Narendra Modi)। প্রধানমন্ত্রীর নির্দেশ সম্পর্কে ওই বিজেপি নেতা বলেন, "প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন যে এই পরিস্থিতিতে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল বা সভা সমাবেশ করা এড়িয়ে চলুক দল। প্রয়োজনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে মত বিনিময় করবো"।পাশাপাশি যেভাবে বিমানবন্দর এবং হাসপাতালগুলিতে কর্মীরা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদেরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধন্যবাদ জানিয়েছেন, এই কথা উল্লেখ করেন মনোজ তিওয়ারি।

ওই বিজেপি সাংসদ বলেন, "আমরা এখন সাধারণ মানুষের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করার কর্মসূচি নেব"।

করোনার প্রতিষেধক গোমূত্র? "চরণামৃত পানে কোনও ক্ষতি নেই": সওয়াল দিলীপ ঘোষের

Advertisement

মঙ্গলবারই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জিম, জাদুঘর, সাংস্কৃতিক ও সামাজিক কেন্দ্র, সুইমিং পুল এবং থিয়েটার বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র সহ অনেক রাজ্যই ইতিমধ্যে সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ করে দিয়েছে।

পরিস্থিতি পর্যালোচনা করে সরকার জনগণকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে পরামর্শ দিয়েছে এবং বেসরকারি সংস্থার কর্মীদের বাড়ি থেকে কাজ করার জন্যে অনুরোধ করেছে।

Advertisement

মঙ্গলবার ভারতে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত বেশ কয়েকজন নতুন রোগীর সন্ধান মিলেছে। তার ফলে দেশে COVID-19 এ আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২, যা একদিন আগেও ছিল ১১৪।

বাংলায় ধরা পড়ল করোনা পজিটিভ, দেশজুড়ে মৃত ৩,আক্রান্ত ১৪২: ১০টি তথ্য

Advertisement

এদিকে মঙ্গলবারই করোনা ভাইরাসের মোকাবিলায় ভারত সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 'হু' জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে নতুন করে প্রায় ১৪ হাজার করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। বর্তমানে মোট ১৬৭,৫১১ জনের শরীরে করোনা সংক্রমণের প্রমাণ মিলেছে বলেও জানিয়েছে ওই সংস্থাটি (WHO)। গত ২৪ ঘণ্টায় দুনিয়া জুড়ে মোট ১৩,৯০৩ টি নতুন করোনা আক্রান্তের সংখ্যা নথিভুক্ত হয়েছে। গোটা দুনিয়ায় সামান্য সময়ের মধ্যেই মারা গেছে ৮৬২ জন, ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ৬,৬০৬ জন।

Advertisement